শেষ আপডেট: 25th February 2025 13:47
দ্য ওয়াল ব্যুরো: ৮ দিনের জন্য মহাকাশে (International Space Station) গিয়ে ৮ মাসের বেশি সময় ধরে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর। চলতি মাসে তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। তবে আগামী ১২ মার্চ সুনীতাদের ফিরিয়ে আনতে রকেট লঞ্চ করছে নাসা-স্পেস এক্স। এতদিন কেন সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি তা নিয়ে কথা বলতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা কর্তা ইলন মাস্ক বাইডেন প্রশাসনকে দায়ী করেছিলেন। বলেছিলেন, রাজনৈতিক কারণে তাঁদের আনা হয়নি। এই নিয়ে এবার মুখ খুললেন সুনীতার মা বনি পাণ্ড্য (Bonnie Pandya)।
সুনীতা প্রথম থেকে বলে এসেছেন যে এই বিষয়টিতে তাঁরা আটকা থাকা হিসেবে দেখছেন না। বরং মহাকাশে থাকাটা তাঁরা উপভোগ করছেন। বনিও সেই একই কথা বলে ট্রাম্প এবং মাস্কের দাবিকে কার্যত উড়িয়ে দিলেন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সুনীতার মা বলেছেন, ''আমার মেয়ে খুশিই আছে, এটাই তো ওদের কাজ। এই ধরনের মিশনে গিয়ে সে গর্ববোধ করে। হ্যাঁ, এটা আদতে এতদিনের মিশন ছিল না ঠিকই, কিন্তু এমন তো হতেই পারে। তার জন্য সব মহাকাশচারীরা তৈরি থাকেন, সুনীতারাও ছিলেন।'' এই ঘটনায় যে রাজনীতির কোনও যোগসূত্র রয়েছে তা মানেননি বনি।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট দাবি করেছিলেন, বাইডেন প্রশাসনের জন্যই এতদিন ধরে মহাকাশে আটকে থাকতে হচ্ছে সুনীতাদের। তাই ইলন মাস্ককে গুরুদায়িত্ব দিয়ে তাঁদের ফিরিয়ে দায়িত্ব দিয়েছেন তিনি। ইলনেরও বক্তব্য ছিল, রাজনৈতিক কারণের জন্যই সুনীতাদের এতদিন মহাকাশে আটকে রাখা হয়েছে! যদিও এমন কাজ করে বাইডেন প্রশাসনের কী লাভ হয়েছে, তা অবশ্য খোলসা করেননি মাস্ক বা ট্রাম্প কেউই। তবে বনির স্পষ্ট কথা, ''সুনীতারা যা ভালবাসে, তাই করছে। এতে তাঁরা খুশি, মেয়ের জন্য আমিও খুশি। এটাও জানি, তাঁরা সুরক্ষিত অবস্থাতেই ফিরে আসবে পৃথিবীতে। আমার মনে হয় না, এর মধ্যে কোনও রাজনীতি রয়েছে বলে। তাঁরা বিজ্ঞানের ভরসায় রয়েছে, বিজ্ঞানের ভরসাতেই ফিরে আসবে।''
আপাতত যে খবর মিলেছে, নাসা এবং স্পেস এক্সের রকেটের আগামী ১৯ মার্চ সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফিরে আসার কথা। নাসার তরফে জানানো হয়েছে, সুনীতাদের উদ্ধার করতে যে অভিযান শুরু হবে তার নাম ক্রু ১০ মিশন। এই অভিযানে স্পেস স্টেশনে যাবেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি, রসকসমস কসমোনৌট পেসকভ। সুনীতারা স্পেস স্টেশন ছাড়লে তাঁরাই তাঁদের জায়গা নেবেন।
কিন্তু এত মাস মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরতে কার্যত 'ভয়' পাচ্ছেন তাঁরা। কী কারণ? এক সাক্ষাৎকারে ব্যারি জানিয়েছেন, ''মাধ্যাকর্ষণ নিয়েই আমাদের ভাবনা। বিষয়টি খুবই চাপের। ফিরে আসার পর এর সঙ্গেই আমাদের সবথেকে বেশি লড়াই করতে হবে। সারা শরীর থেকে তরল টেনে নেবে মাধ্যাকর্ষণ শক্তি। পেনসিল তুললেও মনে হবে লোহা তুলছি। সেটাও জিম করার সমান হবে!'' মহাকাশে মাধ্যাকর্ষণের বালাই নেই। তার ওপর সুনীতাদের ৮ দিনের জায়গায় ৮ মাস থাকতে হয়েছে স্পেস স্টেশনে। সেক্ষেত্রে শরীরে যে বাড়তি চাপ পড়বেই, তা পরিষ্কার।