শেষ আপডেট: 29th June 2024 18:21
দ্য ওয়াল ব্যুরো: তাহলে কি মহাকাশে সত্যিই আটকে গেলেন সুনীতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোর? তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার পথ খুঁজে পাচ্ছে না নাসা। এমনই আতঙ্ক তৈরি হয়েছে। সূত্রের খবর, যে প্রজেক্টের কাজে মাত্র কয়েক সপ্তাহের জন্য মহাকাশে গেছেন সুনীতারা সেখান থেকে তাঁদের ফিরতে কয়েক মাস লেগে যেতে পারে। কিন্তু ঠিক কত মাস, তা নিশ্চিতভাবে বলতে পারছে না নাসাও।
কেন এমন পরিস্থিতি তৈরি হল? আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, যে বোয়িং স্টারলাইনার রকেটে চেপে মহাকাশে গেছেন সুনীতা এবং ব্যারি তাতে একটি নয়, অন্তত চার জায়গা থেকে হিলিয়াম গ্যাস লিক করছে! অভিযোগ উঠছে, নাসা এবং বোয়িং দুই সংস্থাই এই গ্যাস লিকের বিষয়টি আগেই আন্দাজ করেছিল, কিন্তু তা সত্ত্বেও বিশেষ পাত্তা না দিয়েই সুনীতাদের স্পেস স্টেশনে পাঠিয়েছে। এখন তাঁরা কবে ফিরতে পারবেন, তা নিয়ে কোনও নিশ্চিত তথ্যই দিতে পারছে না কেউ।
সুনীতা উইলিইলিয়ামস এবং তাঁর সহকারী বুচ উইলমোর যে বোয়িং স্টারলাইনার রকেটে চেপে মহাকাশে গেছেন সেই রকেটের নকশা তৈরির পিছনে নাসারও হাত রয়েছে। তাই তাঁরা কেন এই গ্যাস লিকের বিষয়টি নিয়ে সচেতন হল না, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নাসার তরফে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেই দুই মহাকাশচারী নিরাপদে আছেন। তাঁরা মহাকাশে নেই। আগামী ২ জুলাইয়ের পর যে কোনও দিন তাঁরা ফিরে আসবেন পৃথিবীতে।
নাসার দাবি মান্যতা পাচ্ছে না কোথাও। কারণ, তাঁদের কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার জানিয়েছেন, এই মিশনকে অন্তত ৪৫ থেকে ৯০ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও এই সময়ের মধ্যেই সুনীতাদের ফিরিয়ে আনা সম্ভব হবে, এমনটাও ভাবছেন না তাঁরা। এই সময়কাল ধরে একাধিক তথ্য যাচাই করবে নাসা। তারপরই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। নাসার এক আধিকারিকের কথায়, দুই মহাকাশচারীদের ফিরিয়ে আনার ব্যাপারে কোনও তাড়াহুড়ো করা হবে না।
সবথেকে বড় চিন্তার বিষয় হল, বোয়িং স্টারলাইনার রকেটের কী ত্রুটি হয়েছে সেটাই এখনও বুঝে উঠতে পারেননি নাসার ইঞ্জিনিয়াররা। রকেটের থ্রাস্টার খারাপ হওয়ার পিছনে কী কারণ রয়েছে তা জানতেই পরীক্ষা করা হচ্ছে। সেই কারণেই ইতিমধ্যে একাধিকবার সুনীতাদের পৃথিবীতে ফেরার তারিখ বদল করা হয়েছে।
এটা ছাড়াও নাসার অন্য চিন্তা রয়েছে। তা হল, বোয়িং স্টারলাইনার রকেট ৪৫ দিনের বেশি মহাকাশে টিকতে পারবে না। তার ডিজাইনিং এমনভাবেই করা হয়েছে। সেক্ষেত্রে যদি সুনীতাদের ফিরিয়ে আনতে নাসার ৪৫ দিন বা তার বেশি সময় লেগে যায়, তাহলে বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে। যদিও ততদিন তাঁরা স্পেস স্টেশনে নিরাপদে থাকতে পারবেন।
এর আগে, ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন সুনীতা উইলিয়ামস। একসময় সর্বোচ্চ স্পেসওয়াকের রেকর্ডও তাঁর দখলে ছিল। সুনীতাদের এই মিশন অবশ্য অনেক আগেই হত। কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে তা পিছিয়ে যায় একাধিকবার। এখন মহাকাশে পৌঁছনোর পর অন্য সমস্যার মুখে পড়েছেন তাঁরা।