শেষ আপডেট: 17th January 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম স্পেসওয়াক করে ফেললেন সুনীতা উইলিয়ামস। তাঁর সঙ্গী ছিলেন আরেক মহাকাশচারী নিক হগ। সকাল ৭টায় শুরু হওয়া সেই স্পেসওয়াক চলে প্রায় সাড়ে ৬ ঘণ্টা। আগামী ২৩ জানুয়ারি দ্বিতীয় স্পেসওয়াক করতে চলেছেন তাঁরা।
দুজনেরই এটা প্রথম স্পেসওয়াক নয়। সুনীতা এই নিয়ে ৮ বার মহাকাশে হাঁটলেন। তবে বিগত ১২ বছরে এই প্রথমবার স্পেসওয়াক করলেন তিনি। আর নিক এই নিয়ে চতুর্থবার মহাকাশে হাঁটলেন। এই স্পেসওয়াক করার উদ্দেশ্য ছিল স্পেস স্টেশনের বাইরের সমস্ত যন্ত্রাংশের খুঁটিনাটি পরীক্ষা করা। এছাড়াও টেলিস্কোপের মেরামতি করা।
ইতিমধ্যে ৬ মাসের বেশি সময় ধরে তাঁরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছেন। আশা ছিল চলতি বছর ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসতে পারবেন তাঁরা। কিন্তু তেমনটা হচ্ছে না। তবে স্পেসওয়াক করার জন্য বেশ কয়েক মাস পর নিজেদের 'বন্দিদশা' থেকে বেরলেন সুনীতারা। স্পেসওয়াক করার জন্য বিশেষ লাল স্ট্রাইপ সুট পরছিলেন নিক এবং রেগুলার সুট পরেছিলেন সুনীতা।
ফেব্রুয়ারি হোক বা মার্চ, সুনীতারা যখনই পৃথিবীতে ফিরে আসুন তার আগে একাধিক প্রস্তুতি নিতে হবে তাঁদের। কারণ দীর্ঘ সময়ে মহাকাশে থাকার কারণে মহাকাশচারীদের শরীরে বহু পরিবর্তন আসে। হার্ট, লিভার, পাকস্থলী থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গে বদল আসে। কারণ স্বাভাবিকভাবেই পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে মহাকাশের বিরাট তফাৎ। স্পেসওয়াক করে নিজেদের শরীর আরও কিছুটা 'সচল' করলেন সুনীতারা।
তবে কী কারণে আগামী ফেব্রুয়ারি মাসে ফেরানো যাচ্ছে না সুনীতাদের?
নাসা জানিয়েছে, স্পেস এক্স-এর যে রকেট তাঁদের উদ্ধারের জন্য পাঠানোর কথা তা সেই সময় লঞ্চ করা যাবে না। সেটা না করা গেলে সুনীতাদের জায়গা অন্য কেউ নিতে পারবেন না। আর স্পেস স্টেশন ফাঁকা রাখতে পারবে না তারা। স্পেস এক্স জানিয়েছে, সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোরের জায়গায় যাদের পাঠানো হবে তাঁদের জন্য রকেট পুরোপুরি প্রস্তুত করতে আরও কিছুটা সময় লাগবে। ফেব্রুয়ারির মধ্যে তা সম্ভব হবে না।