শেষ আপডেট: 19th September 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: ৮ দিনের মিশনে গিয়ে অন্তত ৮ মাসের জন্য মহাকাশে আটকে পড়েছেন সুনীতা উইলিয়ামস। কিন্তু তিনি দিব্যি আছেন। স্পেস স্টেশন থেকে কয়েকদিন আগেই ভিডিও বার্তায় জানিয়েছিলেন তাঁরা ভাল থাকার কথা। এবার সেখানে নিজের ৫৯ তম জন্মদিনও পালন করলেন তিনি। উৎসব হল মহাকাশে।
তৃতীয়বারের জন্য মহাকাশ অভিযানে গিয়েছেন সুনীতা। গত ৫ জুন নাসার তরফে আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন তিনি ও ব্যারি বুচ। তারপর থেকে তাঁরা সেখানেই আটকে। যদিও ভিডিও বার্তায় আগেই সুনীতা জানিয়েছেন, ভয়ের কিছু নেই, ভালই আছেন তাঁরা। কিন্তু জীবনের বিশেষ দিনটি কীভাবে পালন করলেন সুনীতা?
স্পেসএক্স ড্রাগন স্পেসক্রাফট যেটি করে সুনীতারা পৃথিবীতে ফিরে আসবেন বলে জানা গেছে তারই রক্ষণাবেক্ষণে জন্মদিনের গোটা সময়টা কাটিয়ে দিয়েছেন সুনীতা উইলিয়ামস। ক্লিনিং থেকে শুরু করে রেডিয়েশন ডিটেক্টর, স্মোক ডিটেক্টর খতিয়ে দেখা, স্পেস স্টেশনের গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশের মেরামতি সবই করেছেন। অর্থাৎ, জন্মদিনটা পুরোটাই তাঁর কাজের মধ্যে কেটেছে। তবে এই প্রথমবার নিজের জন্মদিন স্পেসে কাটাচ্ছেন না তিনি। ২০১২ সালের একটি মিশনে গিয়ে এভাবেই মহাকাশে জন্মদিন পালন করার অভিজ্ঞতা তাঁর রয়েছে।
বোয়িং স্টারলাইনার মহাকাশযানে করে মহাকাশে গিয়েছিলেন সুনীতারা। কিন্তু পৃথিবী ছাড়ার পরেই এই বোয়িংয়ের পাঁচটি হিলিয়াম ফুটো হয়ে যায়। এর ফলে নষ্ট হয়ে যায় পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার। নাসা জানিয়েছে, সুনীতাদের কীভাবে ফেরানো যেতে পারে তার জন্য ১ লক্ষেরও বেশি মডেল-টেস্ট করেছে তাঁরা। তবে কোনও ভাবেই কোনও সুরাহা মিলছে না। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর সঙ্গে যৌথভাবে একটি মহাকাশযান তৈরি করছে নাসা। সেটাই মহাকাশে পাঠিয়ে সুনীতাদের উদ্ধারের চেষ্টা করা হবে।
স্টারলাইনার অর্থাৎ যে মহাকাশযান করে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর গেছিলেন, সেটি তাঁদের ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে। নাসা জানিয়েছে, দুই নভোচারী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্সের ক্রু ড্রাগন ফিরে আসবে।