শেষ আপডেট: 13th November 2024 18:51
দ্য ওয়াল ব্যুরো: শেষ কয়েক মাস ধরে মহাকাশে আটকে থাকার ফলে সুনীতা উইলিয়ামসদের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সম্প্রতি এই খবর প্রকাশিত হয়। তাতে স্বাভাবিকভাবে বেড়েছিল উদ্বেগ। যদিও নাসা জানিয়েছিল, এই খবর ভুল। সুনীতা এবং তাঁর সহকর্মী ব্যারি উইলমোর একদম সুস্থ আছেন। এবার মহাকাশ থেকে সরাসরি বার্তা দিয়ে নিজের স্বাস্থ্যের কথা নিজেই জানালেন সুনীতা উইলিয়ামস।
নাসার তরফে স্পষ্ট দাবি করা হয়েছিল, এতদিন ধরে স্পেস স্টেশনে থাকার যেটুকু প্রভাব পড়ার কথা তাই পড়েছে, যা স্বাভাবিক। তাঁদের কারও শরীর মারাত্মক খারাপ হয়নি। কার্যত এই কথা জানালেন সুনীতাও। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, তাঁকে নিয়ে চিন্তা করার কিছুই হয়নি। তিনি একদম সুস্থ-স্বাভাবিক আছেন। সুনীতার কথায়, ''স্পেস স্টেশনে আসার সময়ে আমার যা ওজন ছিল, এখনও তাই আছে। কিন্তু এখানে থাকতে গেলে প্রতিদিন যে ব্যায়াম করতে হয়, তার কারণে শরীরের গঠনে বদল আসে। ছবি দেখে আপনাদের তাই মনে হচ্ছে আমি ভাল নেই।'' তিনি এটাও স্পষ্ট করেছেন, রোজ তাঁকে এবং তাঁর সহকর্মীকে কয়েক ঘণ্টা ব্যায়াম করতে হয়।
সপ্তাহখানেক আগে সুনীতা এবং বুচের একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দুজনকে স্পেস স্টেশনের মধ্যে দেখা গেছিল এবং তাঁদের সামনে ছিল পিৎজা। অনেকেই ছবিতে সুনীতাকে দেখে দাবি করেছিলেন যে তাঁর শরীর খারাপ। কারণ, তাঁকে অবিশ্বাস্য রকমের রোগা লাগছে। মহাকাশে যাওয়ার আগে বুচের যে ছবি দেখা গেছিল এখন তারও বদল ঘটেছে। তাই অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন। তবে এখন খোদ সুনীতার মুখ থেকে তাঁদের স্বাস্থ্যের খবর পেয়ে নিশ্চিতভাবে সকলে আশ্বস্ত হবেন।
১০০ দিনের বেশি হয়ে গেছে সুনীতারা স্পেস স্টেশনে আটকে আছেন। নাসার পরিকল্পনা অনুযায়ী তাঁরা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ফিরতে পারেন। যদিও নিশ্চিতভাবে এখনও কিছুই বলা হয়নি। মহাকাশে এতদিন থাকার জন্য তাঁদের পেশি শিথিল হয়ে যাচ্ছে, হাড়ের সমস্যাও দেখা দিচ্ছে। যদিও নাসা জানিয়েছে, এই ধরনের সমস্যা হওয়া মহাকাশচারীদের ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার। তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গত ৫ জুন ৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস, ব্যারি বুচরা। কিন্তু পরের বছর ফেব্রুয়ারি মাসের আগে তাঁদের পৃথিবীতে ফেরা সম্ভব নয়। মহাকাশে যাওয়ার পরই বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সুনীতাদের পৃথিবীতে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে।