শেষ আপডেট: 14th December 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: ফ্ল্যাট থেকে উদ্ধার হল ওপেন এআই-র গবেষকের দেহ। আত্মঘাতী হয়েছেন বলে জানাচ্ছে পুলিশ। সান ফ্রান্সিসকোর ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাঁকে।
জানা গিয়েছে, ২০২০ সাল থেকে ২০২৪ অর্থাৎ চলতি বছরের অগস্ট পর্যন্ত ওপেন এআই-তে চাকরি করতেন ২৬ বছর বয়সী ওই গবেষক। পরে সংস্থার নামে অভিযোগ আনেন এবং সংস্থা ছাড়েন। সমস্ত তথ্য পাওয়া যায় সুচীর বালাজির লিঙ্কডইন প্রোফাইলে।
সানফ্রান্সিসকো পুলিশের তরফে ফোর্বসকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বুচানন স্ট্রিটের ফ্ল্যাট থেকে তাঁর দেহ পাওয়া যায় নভেম্বর ২৬-এ। প্রাথমিক তদন্তে কোনওরকম অত্যাচার বা নির্যাতনের প্রমাণ মেলেনি।
তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইলন মাস্ক। ক্যাপশনে লেখেন 'হুম'।
ওপেন এআই ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান মিলে ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন। তিন বছর পর মাস্ক এই কোম্পানি ছেড়ে এক্সএআই নামের আরেকটি কোম্পানি খোলে। যারা একে অপরের প্রতিদ্বন্দ্বী বর্তমানে।
প্রসঙ্গত, অক্টোবরে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বালাজি জানিয়েছিলেন, কপিরাইট ল লঙ্ঘন করছে ওপেন এআই। মনে করা হচ্ছে, এরপরই তিনি সংস্থা ছাড়েন।
তিনি একটি পোস্টে জানিয়েওছিলেন যে এআই ও কপিরাইট এই বিষয়টি নিয়ে তিনি খুব বেশি জানেন না, জানতেনও না। কিন্তু কাজ শুরু করার পর, কপিরাইট নিয়ে জানার পর তিনি বুঝতে পারেন এই এআই কোম্পানিগুলি ঠিক কীভাবে কপিরাইট ইস্যুতে কাজ করে।
এসব ছাড়াও আরও কিছু অভিযোগও এনেছিলেন তিনি। তবে সেনিয়ে সংস্থার তরফে কোনও পদক্ষেপ করা হয়েছিল কি না তা জানা যায়নি।
কিন্তু বালাজির মৃত্যুর পর অনেকেই কোম্পানির দিকে আঙুল তুলেছে। ইলন মাস্কের পোস্ট এবং ক্যাপশনও খানিকটা অর্থবহ, বলছেন অনেকে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।