শেষ আপডেট: 20th April 2024 00:38
দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সাল শুরু হওয়ার সময়েও কেউ আন্দাজ করতে পারেনি কী হতে চলেছে আগামী কয়েক বছরে। বর্তমান সময়ে দাঁড়িয়ে করোনা অতিমারির ওই সময়কালকে বিভীষিকা বললেও কম বলা হবে। কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। কিন্তু কোভিড কি শুধুই লোক মেরেছে? এমনটা মোটেই বলছে না গবেষণা। দাবি করা হচ্ছে, সকলকে মৃত্যুর মুখে ঠেলে না দিতে পারলেও বড় ক্ষতি করে দিয়েছে সে।
'ল্যানসেট' পত্রিকায় একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্বজুড়ে মানবজাতির গড় আয়ু কমিয়ে দিয়েছে করোনা ভাইরাস অতিমারি। এই সংক্রান্ত যে গবেষণা করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে 'গ্লোবাল বার্ডেন অফ ডিজিস স্টাডি'। আর বিশ্বব্যাপী গড় আয়ু কমে যাওয়ার বিষয়টিকে বলা হচ্ছে 'গ্লোবাল লাইফ এক্সপেন্টেন্সি'।
করোনায় ফুসফুস বেশি আক্রান্ত হচ্ছে বলে কিছুদিন আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। এমনকী দেখা গেছে, করোনা পরবর্তী সময়েও জটিল ফুসফুসের রোগে ভুগছেন অনেকে। কোভিড সারিয়ে উঠেছেন এমন লোকজনও নানারকম শারীরিক সমস্যায় ভুগেছেন পোস্ট-কোভিড পর্বে। শুধু করোনা নয়, সিজন চেঞ্জের এই সময় নানা রকম ভাইরাস-ব্যাকটেরিয়াও সক্রিয় হয়েছে। এর সঙ্গে নতুন করে করোনার সংক্রমণ হলে ঝুঁকি বাড়বে বলেই সতর্ক করেছেন ডাক্তারবাবুরা।
এমনিতেও লক্ষ্য করা গেছে, ২০২০ সালের পর থেকে সাধারণ মানুষের মধ্যে রোগভোগের সংখ্যাও প্রচুর বেড়েছে। গবেষকরা এইসব কিছুর জন্য দায়ী করছে কোভিড-১৯ কেই। তবে এখন যে তথ্য প্রকাশে এসেছে তা সত্যিই ভয়ংকর এবং মানবজাতির পক্ষে মারাত্মক। বিজ্ঞান বলছে, মানুষের গড় আয়ু বছর বছর অল্প অল্প বাড়ে। কিন্তু করোনা ভাইরাস এই গোটা বিষয়টির স্রোত উল্টোদিকে নিয়ে চলে গেছে।