শেষ আপডেট: 6th March 2025 21:06
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসের (Chatham House) আলোচনায় যোগ দিতে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ওই সময়ে চ্যাথাম হাউসের কাছেই রাস্তার উপরে খলিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হন। ভারতবিরোধী স্লোগানের পাশাপাশি ছেঁড়া হয় ভারতের জাতীয় পতাকাও। এবার সেই ঘটনার নিন্দা জানাল ব্রিটেন (Britain)।
জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ব্রিটেন সতর্ক করে জানিয়েছে, এই ধরনের ভয় দেখানো বা হুমকি দেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না। লন্ডনের ওই ঘটনায় ইতিমধ্যে নিন্দা করেছে দিল্লিও।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিচ্ছিন্নতাবাদী এবং কট্টরপন্থীদের ওই দল উস্কানিমূলক কাজ করেছে। তাঁর কথায়, "আমরা গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা জানাচ্ছি। সঙ্গে এও আশা করব, সংশ্লিষ্ট দেশের সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা ঠিক ভাবে পালন করবে।"
অন্যদিকে সে দেশের বিদেশ, কমনওয়েলথ এবং উন্নয়ন দফতর-এর এক মুখপাত্র জানান, "ভারতের বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের মাঝে চ্যাথাম হাউসের বাইরের ঘটনার আমরা কড়া নিন্দা করছি। ব্রিটেন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে। তবে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে সরকারি অনুষ্ঠানে ব্যাঘাত করার চেষ্টা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।"
তিনি আরও জানান, "ঘটনায় পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে। ব্রিটেন সফরে আসা কূটনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় বদ্ধপরিকর।"