ধ্বংসস্তূপ গাজা।
শেষ আপডেট: 17th October 2024 13:29
দ্য ওয়াল ব্যুরো: গাজা। নামটার সঙ্গেই যেন জড়িয়ে আছে যুদ্ধ, সংঘর্ষ, রক্ত, হাহাকার। বছরের পর বছর ধরে যুদ্ধ করে চলেছে দুই দেশ ইজরায়েল আর প্যালেস্তাইন, মাঝে তছনছ হয়ে যাচ্ছে একফালি ভূখণ্ড। সেই গাজা এবার দেখা গেল শিউরে ওঠা দৃশ্য। ইজরায়েলি হামলায় নিহতদের দেহ খাচ্ছে পথকুকুরে!
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, উত্তর গাজার এমার্জেন্সি সার্ভিসের প্রধান ফারেস আফানা জানিয়েছেন যে তিনি এবং তাঁর সহকর্মীরা উত্তর গাজায় যে প্যালেস্তানিদের মৃতদেহ পেয়েছেন, সেগুলি কুকুরে খাওয়া। তিনি বলেন, 'কুকুরেরাও ক্ষুধার্ত। রাস্তায় ঘুরে ঘুরে এসব লাশ খাচ্ছে ওরা। আমাদের জন্য দেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।'
তিনি আরও বলেন, 'গাজায় জীবন বলে কিছু নেই আর। ইজরায়েল সব ধ্বংস করে দিচ্ছে, সব। এতটুকু প্রাণের স্পন্দনও বোধহয় থাকতে দেবে না ওরা।'
গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলি শহরগুলিতে আক্রমণ করেছিল প্যালেস্তাইনের হামাস। তার পরেই গাজায় লাগাতার সামরিক অভিযান শুরু করে ইজরায়েল। এপর্যন্ত সরকারি ভাবে নিহত হয়েছেন ৪২ হাজার ৪০৯ জন, যাঁদের মধ্যে বেশিরভাগই অসামরিক সাধারণ মানুষ। আহত হয়েছেন এক লক্ষেরও বেশি।
বুধবার গাজার সংবাদসূত্র দাবি করেছে, মাত্র গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলা কেড়ে নিয়েছে ৬৫ জনের প্রাণ। প্যালেস্তাইনি শরণার্থী শিবিরে চলে হামলা। সেই শিবিরে তখন জাতিসংঘের তরফে খাবার বিলি হচ্ছিল। ক্ষুধার্থ শরণার্থীরা খাবার সংগ্রহের লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেই পরিস্থিতিতেই নিহত হন তাঁরা। তাঁদেরই লাশ পরে ক্ষতবিক্ষত করে কুকুরে।
জাতিসংঘের তরফে জানানো হয়েছে, গাজার যা অবস্থা, সামনেই বড় দুর্ভিক্ষ আসতে চলেছে। তীব্র অপুষ্টিরও সম্ভাবনা রয়েছে। সামনেই শীতকাল আসছে। এই পরিস্থিতিতে এই দেশের মানুষদের প্রাণে বেঁচে থাকাই কঠিন, তার পরে তো যুদ্ধের অভিঘাত রয়েছেই। এক আধিকারিকের কথায়, 'গাজা যেন একটা পরিত্যক্ত দেশে পরিণত হয়েছে, বসবাসের অযোগ্য। আপাতত সংকট এড়াতে খাবারের জোগান বাড়াতে হবে।'