শেষ আপডেট: 11th November 2024 16:04
দ্য ওয়াল ব্যুরো: রাবণকে নিয়ে মাতামাতির শেষ নেই শ্রীলঙ্কার। রামায়ণে রাবণকে ‘খলনায়ক’ হিসাবে বর্ণনা করা হলেও শ্রীলঙ্কাবাসীদের কাছে তিনি এক দয়ালু, পণ্ডিত রাজা। যিনি নাকি আকাশযান চালিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন। সেই বিশ্বাস থেকেই রাবণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সংগ্রহ করতে মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কার পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। মূল উদ্দেশ্য একটাই রাবণের সম্পর্কে বিস্তারিত গবেষণা ও শ্রীলঙ্কার হারিয়ে যাওয়া বিমান সফরের ঐতিহ্য ফিরিয়ে আনা।
সম্প্রতি আরও একটি বিজ্ঞাপন সামনে আনল শ্রীলঙ্কান এয়ারলাইন্স। যা সামনে আসতে রীতিমতো চর্চা শুরু হয়েছে। উল্লেখযোগ্যভাবে ভারতীয়রাও এই ভিডিওটির প্রশংসা করতে শুরু করেছেন।
কী আছে ভিডিওতে?
পাঁচ মিনিটের ছোট্ট ভিডিওতে শ্রীলঙ্কার একাধিক উল্লেখযোগ্য স্থানকে তুলে ধরা হয়েছে। যে জায়গাগুলির সঙ্গে পৌরাণিক একটা সম্পর্ক আছে বলে মনে করা হয়। মূলত, বিজ্ঞাপনটি শ্রীলঙ্কাকে পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের মানুষের তুলে ধরার কারণেই তৈরি।
Relive the epic of The Ramayana Trail
— SriLankan Airlines (@flysrilankan) November 8, 2024
Embark on a journey through Sri Lanka’s legendary landscapes with SriLankan Holidays, offering a fully customized experience tailored just for you. Every step of your adventure is designed to bring out the grandeur and glory in the ancient… pic.twitter.com/jctUhc4JKn
ছোট ভিডিওটিতে সীতাকে এনে রাম যে গুহায় লুকিয়ে রেখেছিলেন, সীতা আম্মান মন্দির, যা অশোক ভাটিকা সীতা মন্দির নামেও পরিচিত এমন অনেক দর্শনীয় স্থান তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে রাম সেতুর ইতিহাস। পৌরাণিক সেতুটি রামের বানর বাহিনী তৈরি করেছিল। যা তামিলনাড়ুর রামেশ্বরমকে শ্রীলঙ্কার উপকূলের সঙ্গে যোগ করে।
বিজ্ঞাপনে এক দিদা ও নাতির কথোপকথনের মুহূর্ত তুলে ধরা হয়েছে। যেখানে দিদা তাঁর নাতিকে পৌরাণিক কাহিনী শোনাচ্ছেন। সেখানে যেমন রাম ও সীতার উল্লেখ রয়েছে, তেমনই সমানভাবে উঠে এসেছে রাবণের প্রসঙ্গও। আলোচনা হচ্ছে রাম সেতু নিয়েও। ভিডিওতে নাতি দিদাকে প্রশ্ন করে রামসেতু এখনও দাঁড়িয়ে আছে কিনা? উত্তরে দিদা জানায় হ্যাঁ সেটা আগের মতোই রয়েছে। দিদা নাতিকে মনে করিয়ে দেন, রামায়ণের সব জায়গাই বাস্তব। সেখানে লঙ্কা হিসাবে যে জায়গার বর্ণনা দেওয়া হয়েছে সেটাই শ্রীলঙ্কা।
ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অনেক ভারতীয় এই ভিডিওর প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক ভারতীয় লেখেন, এই বিজ্ঞাপন দেখে আমার ধারণা বদলে গেছে। আমি পরের বছর বন্ধুদের সঙ্গে টোকিও যাওয়ার প্ল্যান করছিলাম। কিন্তু এই ভিডিও দেখে আমি আমার সিদ্ধান্ত বদলেছি। আমি জানতাম না রামায়ণে বর্ণিত সে সব ঐতিহাসিক স্থানগুলিকে আজও বাঁচিয়ে রেখেছেন শ্রীলঙ্কার মানুষজন।
আরেকজন ভারতীয় লেখেন, বিজ্ঞাপন দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছি। এটা সত্যিই চমৎকার। ইতিহাসকে কীভাবে ব্যবহার করে পর্যটন শিল্পকে উন্নত করা যায় তা শ্রীলঙ্কার থেকেই শেখা উচিত।
শ্রীলঙ্কা প্রশাসনের বিশ্বাস, রাবণই ছিলেন বিশ্বের প্রথম বিমানচালক। প্রায় ৫,০০০ বছর আগে নিজের আকাশযান চালিয়ে দিব্য ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু কী পদ্ধতিতে এই আকাশ-সফর, তা জানতে উদ্যোগ নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সংস্থার তরফে পরিষ্কার জানানো হয়েছে, রাবণ অসাধারণ বুদ্ধিমান রাজা ছিলেন। উনিই প্রথম আকাশপথে ওড়ার কৌশল আবিষ্কার করেন। এটা পুরাণকথা নয়, বাস্তব।