শেষ আপডেট: 30th September 2024 08:52
দ্য ওয়াল ব্যুরো: আটকে পড়া সুনীতা উইলিয়ামসদের উদ্ধার করতে শনিবারই মহাকাশে পাড়ি দিয়েছিল নাসা এবং স্পেস এক্সের রকেট। সময়মতো সেটি পৌঁছে গেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। নাসার তরফে সেই ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সুনীতাদের সঙ্গে নিয়ে পৃথিবীতে ফিরবে নাসা-স্পেস এক্সের এই নয়া রকেট।
সুনীতাদের উদ্ধার করতে যাওয়ার এই মিশনের নাম দেওয়া হয়েছে ক্রু-৯ মিশন। এই মহাকাশযানে দুটি আলাদা সিটে বসে শনিবার রাতে ফ্লরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের লক্ষ্যে পাড়ি দেন মহাকাশচারী নিক হগ এবং আলেকসান্দ্র গোরবুনভ। নাসা জানিয়েছে, ওই দুই মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আগামী পাঁচ মাস কিছু গবেষণা চালাবেন। তারপরে আগামী বছরের ফেব্রুয়ারিতে সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফিরবে।
গত ৫ জুন নাসার তরফে আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন সুনীতা ও ব্যারি বুচ। তারপর থেকে তাঁরা সেখানেই আটকে। পৃথিবী ছাড়ার পরই এই মহাকাশযানে পাঁচটি হিলিয়াম ফুটো হয়ে যায়। এর ফলে নষ্ট হয়ে যায় পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার। ফলে তা ফাঁকাই ফিরিয়ে আনা হয় পৃথিবীতে।
নাসা জানিয়েছিল, সুনীতাদের কীভাবে ফেরানো যেতে পারে তার জন্য ১ লক্ষেরও বেশি মডেল-টেস্ট করেছে। তবে কোনও ভাবেই কোনও সুরাহা না মেলায় ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে তাঁরা। গত ২৬ সেপ্টেম্বর এই রকেট মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে সাইক্লোনের আশঙ্কা থাকায় তার উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়।
নাসা জানিয়েছে, দু'দিন পর হলেও সময়মতো এই মহাকাশযান আইএসএস-এ পৌঁছে গেছে। রবিবার স্থানীয় সময়ে সাড়ে ৫টা নাগাদ সেটি স্পেস স্টেশনের সঙ্গে যোগাযোগ সম্পন্ন করে এবং ৭টা নাগাদ ডকিং হয়।
Welcome, #Crew9! After floating through the Dragon’s hatch, our new arrivals join the crew aboard the @Space_Station. They’ll spend five months conducting @ISS_Research and maintenance on the orbiting lab. pic.twitter.com/DJX7f9vxlg
— NASA (@NASA) September 29, 2024