শেষ আপডেট: 12th June 2024 11:42
দ্য ওয়াল ব্যুরো: আগ্নেয়াস্ত্র খরিদ মামলায় মাদকগ্রহণের বিষয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ৫৪ বছর বয়সি ছেলে হান্টার বাইডেন। এই রায়ে তাঁর জেল হতে পারে। তা হলে, আমেরিকার ইতিহাসে ক্ষমতাসীন কোনও প্রেসিডেন্টের ছেলে এই প্রথম হাজতবাস করবেন। তাঁর সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে খোদ জো বাইডেন বলেন, আদালতের রায়কে তিনি শ্রদ্ধা করেন। এই মামলায় যে রায় ও সাজা হয় তা তিনি মেনে নেবেন। কিন্তু, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, হান্টার বাইডেনের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার এই রায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতিপক্ষ শিবিরের প্রচার হাতিয়ার হয়ে উঠবে।
আমেরিকার ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালতের ১২ সদস্যের বিচারকমণ্ডলী ফৌজদারি অপরাধের তিনটি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার জন্য হান্টার বাইডেনের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, অস্ত্রবিক্রেতার নথিতে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে সর্বোচ্চ ৫ বছর এবং মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অর্থাৎ মোট ২৫ বছরের সাজা হতে পারে। সবকটি সাজা একসঙ্গে চলবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রথমবার এই অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর সাজা বেশি হওয়ার সম্ভাবনা কম। হান্টার এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বিবেচনা করছেন।
জো বাইডেন বলেন, গত সপ্তাহে আমি যা বলেছি, আমি প্রেসিডেন্ট, কিন্তু একই সঙ্গে আমি বাবাও। জিল ও আমি আমাদের সন্তানকে ভালোবাসি। আমি ও জিল সব সময় হান্টারের পাশে থাকব এবং আমাদের পরিবারের বাকি সবাইও ভালোবাসা ও সমর্থন নিয়ে তার পাশে থাকবে। এর পরিবর্তন হবে না।
অন্যদিকে, রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। শারীরিক সম্পর্কের কথা চেপে যাওয়ার জন্য এক পর্ন তারকাকে অর্থ দিয়েছিলেন ট্রাম্প। সেই তথ্য ব্যবসায়িক লেনদেনের নথিতে উল্লেখ না করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আগামী ১১ জুলাই তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত। নির্বাচনের মাঠে ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায়কে ডেমোক্র্যাট শিবির কাজে লাগাতে চাইলে প্রতিপক্ষ শিবিরও পালটা হান্টার বাইডেনের প্রসঙ্গ নিয়ে আসার সুযোগ পাবে। তাছাড়া ছেলের সাজা ঘোষণা হলে তাতে বাইডেনের রাজনৈতিক ভবিষ্যৎকে তছনছ করতে পারে। যদিও বিশেষজ্ঞদের মতে, সাধারণ মার্কিন জনতা দেশের ভালোমন্দের উপরে ব্যক্তিগত বিষয়কে গুরুত্ব দেন না। তাই নভেম্বরের নির্বাচনে আমেরিকানরা কাকে ভোট দেবেন, সে বিষয়ের উপর হান্টার বাইডেনের দোষী সাব্যস্ত হওয়ার রায় খুব একটা প্রভাব ফেলবে না।
কবে নাগাদ হান্টার বাইডেনের সাজা ঘোষণা হতে পারে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি আদালত। তবে রায় ঘোষণার পর একজন বিচারক বলেছেন, সাধারত ১২০ দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয়ে থাকে।
বাইডেনপুত্রের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে একটি পয়েন্ট ৩৮ ক্যালিবারের রিভলভার কিনেছিলেন হান্টার। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তির কথা গোপন করেছিলেন তিনি। এই ঘটনায় হান্টারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন সরকারি কৌঁসুলিরা। প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেন হান্টার। দ্বিতীয়, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন তিনি। আর তৃতীয়টি হল, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন জো-পুত্র।