শেষ আপডেট: 31st December 2023 18:01
দ্য ওয়াল ব্যুরো: টিভি শো-য়ের পর লিফটে এক গায়িকা-নৃত্যশিল্পীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল সংশ্লিষ্ট টেলিভিশন সংস্থার একজন শীর্ষ প্রযোজকের বিরুদ্ধে। ইতিমধ্যে বিষয়টি গড়িয়েছে আদালতে। আদালতের নির্দেশে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ গায়িকা-নৃত্যশিল্পী পলা আবদুলার অভিযোগ, ব্রিটিশ টেলিভিশনের জনপ্রিয় ‘আমেরিকান আইডল’ এর একটি অনুষ্ঠান শেষে লিফটে তাঁর শ্লীলতাহানি করেন ওই টেলিভিশন সংস্থার প্রযোজক নাইজেল লিথগো।
শুক্রবার এ ব্যাপারে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র আদালতে মামলা করেছেন ব্রিটিশ গায়িকা-নৃত্যশিল্পী পলা। আদালতে তাঁর অভিযোগ, সম্প্রতি একটি রিয়েলটি শোতে গানের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তাঁকে এগিয়ে দিতে আসেন ওই টেলিভিশন সংস্থার প্রযোজক নাইজেল লিথগো। অভিযোগ, লিফটের মধ্যে জোর করে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। আত্মরক্ষার চেষ্টা করেন পলা। পরে লিফটের দরজা খুলতেই দৌড়ে বাইরে আসেন তিনি।
এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে লিথগো মার্কিন সংবাদসংস্থা টিএমজেড কে বলেছেন, “দু’দশকেরও বেশি সময় ধরে, পলা এবং আমি এই ধরনের টিভি-শোতে কাজ করছি। এরকম কোনও ঘটনায় ঘটেনি। তবু কী কারণে আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হল বুঝতে পারছি না।”
অন্যদিকে গায়িকা নৃত্যশিল্পী পলা আদালতে অভিযোগ করেছেন, ঘটনা ঘটার পর তিনি ওই টেলিভিশন সংস্থার অন্যান্য প্রতিনিধিদের শ্লীলতাহানির বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু চাকরি হারানোর ভয়ে তাঁরা কেউ এ ব্যাপারে তাঁকে কোনও সাহায্য করেনি।
অভিযোগ, এর আগেও ‘সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স’-এ বিচারক হিসেবে কাজ করার সময় ৭৪ বছর বয়সি লিথগোর বিরুদ্ধে শ্লীলতাহানি করার অভিযোগ এনেছিলেন ৬১ বছর বয়সি গায়িকা-নৃত্যশিল্পী পলা। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।