শেষ আপডেট: 23rd October 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: কানাডায় ওয়ালমার্টের আউটলেট থেকে উদ্ধার ১৯ বছরের ভারতীয় তরুণীর দেহ! সূত্রের খবর, শিখ সম্প্রদায়ের ওই তরুণী সম্প্রতি হ্যালিফ্যাক্স শহরের স্টোরটিতে কর্মরত ছিলেন। সেখানকার বেকারিতেই একটি ওয়াক-ইন ওভেনের মধ্যে তাঁর দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, তরুণীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। সম্প্রতি তিনি ভারত থেকে কানাডায় এসেছিলেন বলে খবর। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ মামফোর্ড রোডে অবস্থিত ওয়ালমার্টের আউটলেট থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।
স্থানীয় শিখ সম্প্রদায় জানিয়েছে, ‘এমন পরিণতি আমাদের মতো ওঁর পরিবারের কাছে অত্যন্ত দুঃখের। ভারত থেকে সুন্দর ভবিষ্যতের জন্য এখানে এলেও জীবনে নেমে আসে চরম বিপর্যয়।’
ঘটনার পর শনিবার রাত থেকেই বেকারির জন্য তৈরি ওয়াক-ইন ওভেনটি আপাতত বন্ধ করে দিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে তরুণীর মৃত্যু হল তার আসল কারণ এখনও জানতে পারেনি পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার পিছনে সহকর্মীদের হাত থাকতে পারে। তরুণী বেকিংয়ের জন্য ওয়াক-ইন ওভেনের মধ্যে ঢুকলেও তিনি বেরিয়ে আসতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। কিন্তু কীভাবে তিনি সেখানে ঢুকলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
ওয়াক-ইন ওভেন মূলত বেকিংয়ের কাজে ব্যবহার করা হয়। যেখানে বহু মানুষ একসঙ্গে কাজ করেন। সংস্থার তরফে তরুণীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শীঘ্রই মামলার সুরাহা হবে।