Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!
Shubhanshu Shukla

মহাকাশে শরীর দুর্বল হয়! ওষুধ খুঁজছেন শুভাংশু শুক্লা, এই গবেষণায় লাভবান হবে গোটা পৃথিবী

বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা গোটা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। কারণ, মহাকাশে যাঁরা দীর্ঘ সময় থাকেন বা পৃথিবীতে যাঁরা বয়সজনিত কারণে পেশিশক্তি হারান, তাঁদের চিকিৎসার পথ খুলে দিতে পারে এই পরীক্ষা।

মহাকাশে শরীর দুর্বল হয়! ওষুধ খুঁজছেন শুভাংশু শুক্লা, এই গবেষণায় লাভবান হবে গোটা পৃথিবী

ফাইল চিত্র

শেষ আপডেট: 1 July 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে দীর্ঘদিন কাটালে মাংসপেশির ক্ষমতা কমে যেতে পারে। এই সমস্যারই সমাধান খুঁজছেন ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছনো প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস তৈরি করেছেন তিনি। ইলন মাস্কের (Elon Musk) সংস্থা অ্যাক্সিয়ম স্পেসের মিশন ৪-এ অংশ নিয়েই এই কৃতিত্ব এসেছে তাঁর ঝুলিতে।

বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা গোটা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। কারণ, মহাকাশে যাঁরা দীর্ঘ সময় থাকেন বা পৃথিবীতে যাঁরা বয়সজনিত কারণে পেশিশক্তি হারান, তাঁদের চিকিৎসার পথ খুলে দিতে পারে এই পরীক্ষা।

শুভাংশু জানিয়েছেন, 'আমরা যখন মহাকাশে যাই, তখন মাধ্যাকর্ষণ থাকে না, ফলে শরীরের ওপর কোনও চাপও থাকে না। সেই জন্যই পেশির শক্তি কমে যেতে থাকে। আমি পরীক্ষা করছি যদি কোনও সাপ্লিমেন্ট দেওয়া হয়, তাহলে সেটা এই সমস্যা দূর করতে পারবে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে মহাকাশ থেকেই ভিডিও বার্তা চলাকালীন এই গবেষণার গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন তিনি।

জাপানি ল্যাব কিবোর লাইফ সায়েন্স গ্লোভবক্সে এই পরীক্ষা করছেন শুভাংশু (Shubhanshu Shukla)। সেখানে তিনি 'মাসল স্টেম সেল কালচার' পর্যবেক্ষণ করছেন। এই 'স্টেম সেল' গবেষণা ভবিষ্যতে মহাকাশচারীদের দীর্ঘ সময়ের জন্য সুস্থ রাখার পথ দেখাবে। এই গবেষণা কিন্তু শুধু মহাকাশের জন্য নয়, পৃথিবীতেও এর বড় প্রভাব পড়তে পারে। যেমন, বয়সের কারণে বা অসুস্থতার জন্য যাঁদের পেশি দুর্বল হয়ে যাচ্ছে, তাঁদের ক্ষেত্রেও এই চিকিৎসা কাজে লাগতে পারে।

ইলন মাস্কের সংস্থার (Axiom Space) তরফে জানানো হয়েছে, এই গবেষণার ফল দীর্ঘ মহাকাশ যাত্রার সময় পেশির অবক্ষয় ঠেকাতে সাহায্য করতে পারে। পাশাপাশি, পৃথিবীতে বৃদ্ধ বয়সে বা দীর্ঘ সময় শয্যাশায়ী থাকার কারণে পেশির ক্ষমতা কমে যাওয়ার সমস্যারও সমাধান দিতে পারে।

'ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা  (Shubhanshu Shukla) এই গবেষণার পাশাপাশি ভারতীয় পড়ুয়াদের জন্য একটি বিশেষ ভিডিও বানাচ্ছেন, যার মাধ্যমে বোঝানো হবে মহাকাশে কীভাবে হজম প্রক্রিয়া কাজ করে।', এমনটাও জানিয়েছে নাসা (NASA)

গত ২৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছেন লখনউয়ের ছেলে শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব তাঁর। শুভাংশুর সঙ্গে রয়েছেন আরও তিন সহযোদ্ধা। তাঁরা এই মিশনে মোট ১৪ দিন ধরে ৩১টি দেশের প্রতিনিধিত্বে ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা ও বাণিজ্যিক কার্যকলাপ চালাবেন। এর মধ্যে ভারতের পক্ষ থেকে ইসরোর (ISRO) সাতটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা করা হবে।


ভিডিও স্টোরি