শেষ আপডেট: 25th September 2024 10:29
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে দু'বার গুলি চালানোর ঘটনা ইতিমধ্যে ঘটেছে। এবার কমলা হ্যারিসের অফিস লক্ষ্য করে গুলি চলল। দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী ওপর পরপর এমন হামলার পরিকল্পনা নিয়ে চিন্তা বেড়েছে সে দেশের গোয়েন্দাদের।
কমলা হ্যারিসের আরিজোনার অফিসে গুলি চালানো হয়েছে বলে সূত্রের খবর। সেখান থেকেই ভোটের জন্য নিজের প্রচারের কাজ করছেন কমলা। পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, অফিসের দেওয়াল থেকে গুলির চিহ্ন পাওয়া গেছে।
তাঁরা এও জানিয়েছে, মাঝরাতে এই ঘটনা ঘটেছে। সেই সময়ে অফিসে কেউ না থাকায় কোনও আহত বা মৃত্যুর খবর নেই। তবে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে কারা রয়েছে তা দ্রুত জানা সম্ভব হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
কয়েক মাস আগেই জনসভায় বক্তব্য রাখার সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চলেছিল। তাঁর কানে আঘাত লাগে সেই ঘটনায়। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় আততায়ীর। এই ঘটনার পরে ফ্লোরিডার একটি গলফ কোর্সে গুলি চলে। সেই সময়ও ট্রাম্প উপস্থিত ছিলেন সেখানে। গলফ কোর্সের মধ্যে একটি ঝোপ থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার হয়। পুলিশ ওই ঘটনায় রায়ান ওয়েসলি রাউথ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল।
বন্দুক ছাড়াও তার কাছ থেকে একটি 'গো-প্রো' ক্যামেরা উদ্ধার করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, শ্রমিকের কাজ করতেন রাউথ কিন্তু সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল তার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। তাছাড়া তিনি ঘোরতর ট্রাম্প বিরোধী ছিলেন। কমলা হ্যারিসের অফিসে হামলাকারী কি তাহলে ট্রাম্প সমর্থক? প্রশ্ন উঠেছে।