শেষ আপডেট: 14th March 2025 11:27
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার প্রায় ৫০০ যাত্রী নিয়ে পাকিস্তানের (Pakistan) কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস (Pakistan Train Attack)। মরুভূমির মাঝে পনির স্টেশনের কাছে পাহাড় কেটে তৈরি টানেলের কাছে ট্রেন হাইজ্যাক করে বালুচ লিবারেশন আর্মি।
এই ঘটনার জন্য ভারতের (India) দিকেই আঙুল তুলেছেন পাক সরকারের এক পদাধিকারী। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন, "এই হামলার পিছনে ভারতের হাত আছে।"
এরই পাল্টা দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতি জারি করে জবাবে বলেছেন, "ভারত পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে। বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোনটা তা গোটা বিশ্ব জানে। নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির ব্যর্থতার জন্য অন্যের দিকে আঙুল তোলা ছাড়ুন। অন্যদের দোষারোপ না করে পাকিস্তানের আত্মদর্শন করা উচিত।"
সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে পাকিস্তানকে একাধিক চিহ্নিত করেছে বিশ্বের নানা দেশ। সেই তালিকায় রয়েছে ভারত, আমেরিকা। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, "পাকিস্তান সন্ত্রাসবাদের এপিসেন্টার।"
এর আগে পাকিস্তানের তরফে সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র শফাকত আলি খান দাবি করেন, আফগানিস্তানে মাস্টারমাইন্ডদের সঙ্গে যোগ রেখেছিল পাকিস্তানে ট্রেন হাইজ্যাক কাণ্ডের বালোচ আর্মির সদস্যরা।
তিনি বলেন,পুরো ঘটনা জুড়ে সন্ত্রাসীরা আফগানিস্তান-ভিত্তিক পরিকল্পনাকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিল। শফাকত আলি খান দাবি করেন, "পাকিস্তানে সন্ত্রাসে যুক্ত ভারত।" এবার তারই জবাবে পাল্টা দিল ভারত।