Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Bangladesh Premier League

বরিশাল ছেড়েছেন সাকিব, তাঁর সঙ্গে জুটি বেঁধে এবার রংপুরে খেলবেন পাক ব্যাটার বাবর আজম

সোমবার রাতে নিউজিল্যান্ড সফর শেষ করে ঢাকায় ফিরেছে তাদের জাতীয় দলের ক্রিকেটাররা। দিন দশেক বিশ্রামের পর বিপিএলের জন্য তাঁরা গা ঘামাতে শুরু করবেন। ১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

বরিশাল ছেড়েছেন সাকিব, তাঁর সঙ্গে জুটি বেঁধে এবার রংপুরে খেলবেন পাক ব্যাটার বাবর আজম

শেষ আপডেট: 2 January 2024 07:21

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় সংসদের নির্বাচন নিয়ে ইতিমধ্যে সরগরম হয়ে রয়েছে পড়শি বাংলাদেশ। তার মধ্যেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেল। এবং তা এ কারণেই যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটাররা ছাড়াও এবার বিপিএলে খেলবেন বিদেশি ক্রিকেটাররা।

রংপুর রাইডার্সের কথাই ধরা যাক। গত দুই মরশুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এক সময়ে কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার এবার রংপুরে নাম লেখাতেই হইচই পড়ে গিয়েছে। রংপুর রাইডার্সে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন প্রাক্তন পাক অধিনায়ক তথা টপ অর্ডার ব্যাটার বাবর আজম। বাবর ছাড়াও রংপুরের হয়ে খেলবেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিসা পাতিরানা এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। এ ছাড়া ব্রেন্ডন কিং, আজমতউল্লাহ ওমরজাই খেলবেন রংপুরের হয়ে।

সোমবার রাতে নিউজিল্যান্ড সফর শেষ করে ঢাকায় ফিরেছে তাদের জাতীয় দলের ক্রিকেটাররা। দিন দশেক বিশ্রামের পর বিপিএলের জন্য তাঁরা গা ঘামাতে শুরু করবেন। ১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট—এই তিন শহরে বিপিএলের ম্যাচগুলো হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোট দল হল ৭টি। সেগুলো হল—দুর্দান্ত ঢাকা, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, সিলেক্ট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স।

গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারাও এবার খেলাচ্ছে বেশ কিছু বিদেশি ক্রিকেটারকে। যেমন কুমিল্লার হয়ে খেলবেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান, ওয়েস্ট ইন্ডিজের আঁদ্রে রাসেল ও সুনীল নারাইন, ইংল্যান্ডের মঈন আলী। পাকিস্তানের ইফতিখার আহমেদ, নাসিম শাহ, খুশদিল শাহকেও ধরে রেখেছে কুমিল্লা। এছাড়াও থাকছেন ক্যারিবিয়ান তারকা জনসন চার্লস এবং রাকিম কর্নওয়াল।

ফরচুন বরিশালে খেলবেন চার পাক ক্রিকেটার—মহম্মদ আমির, ফখর জামান, শোয়েব মালিক ও আব্বাস আফ্রিদি।  আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এবং আইরিশ ক্রিকেটার পল স্টার্লিংও খেলবেন বরিশাল। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল এ মাসের ১৩ তারিখ থেকে। তবে তা পিছিয়ে এখন ১৯ জানুয়ারি শুরু হবে। খেলা পিছিয়ে যাওয়ায় অনেক পাকিস্তানি ক্রিকেটারকে বেশি সময় পাবে না বরিশাল। কারণ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হতে পারে ১৩ ফেব্রুয়ারি থেকে। তার আগে পাক ক্রিকেটাররা বিপিএল ছাড়বেন।

বিদেশি ক্রিকেটার খেলাবেন খুলনাও। এভিন লুইস, পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ আর শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং ধনঞ্জয় ডি সিলভা খেলবেন খুলনার হয়ে। আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস। তা ছাড়া দুই তরুণ পাক ব্যাটার আবদুল্লাহ শফিক এবং মোহাম্মদ হারিস খেলবেন চট্টগ্রামের হয়ে। 
একমাত্র দুর্দান্ত ঢাকায় নাম করা কোনও বিদেশি ক্রিকেটার নেই। তারা ভরসা করছে স্থানীয় প্রতিভার উপর। শ্রীলঙ্কার সাদিরা সামারাবিক্রমা আর পাকিস্তানের উসমান কাদির খেলবেন ঢাকার হয়ে। আর রয়েছেন পাকিস্তানের সায়েম আইয়ুব।


ভিডিও স্টোরি