Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
WTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়াAhmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?অনুব্রত-কাজলকে নিয়ে আলাদা বৈঠকে বক্সী-ফিরহাদ, কেষ্টকে মাথা ঠান্ডা রাখার পরামর্শWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরশুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিন
Asim Munir

আসিম মুনিরকে ‘ফিল্ড মার্শাল’ করলেন শাহবাজ, সেনাপ্রধানকে বিরল সম্মান দিয়ে খাতিতের অঙ্কটা কী

আসিম মুনিরকে সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল করার সিদ্ধান্তের পিছনে দুটি বিষয় কাজ করেছে বলে ওয়াকিবহাল মহলের মত।

আসিম মুনিরকে ‘ফিল্ড মার্শাল’ করলেন শাহবাজ, সেনাপ্রধানকে বিরল সম্মান দিয়ে খাতিতের অঙ্কটা কী

আসিম মুনির

শেষ আপডেট: 21 May 2025 10:39

দ্য ওয়াল ব্যুরো: পদোন্নতি হল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir, Army Chief and Chief of Staffs of Pakistan forces) । তাঁকে পাক সেনা বাহিনীর সর্বোচ্চ পদ ফিল্ড মার্শাল (Field Marshal) করা হল। বিরল এই সম্মান এর আগে একমাত্র জেনারেন আয়ুব খান (Ayub Khan, the former general and President of Pakistan) পেয়েছেন।

আসিম মুনিরকে পাঁচতারা জেনারেলের (five star general) পদমর্যাদা দিয়ে ফিল্ড মার্শাল ঘোষণার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের অন্দরে নানা আলোচনা শুরু হয়েছে। তবে সব মহলই একমত, আরও একবার প্রমাণ হল, পাকিস্তানে নির্বাচিত সরকারের সময়েও সেনাই দিনের শেষে শেষ কথা। তাদের মর্যাদা রক্ষা করা সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

আসিম মুনিরকে সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল করার সিদ্ধান্তের পিছনে দুটি বিষয় কাজ করেছে বলে ওয়াকিবহাল মহলের মত। এক, শাহবাজ সরকার দেশের পাশাপাশি বিশ্ববাসীকে দেখাতে চাইছেন পহেলহাম ইস্যুকে কেন্দ্র করে হিন্দুস্থানের সঙ্গে সামরিক সংঘাতে পাকিস্তানের বিজয় হয়েছে। তাই বিজয়ী সেনাবাহিনীর প্রধানের পদোন্নতি করে গোটা বাহিনীকে কৃতিত্ব দেওয়া হল।

দুই, বিরোধী দল ইমরান খানের পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (Pakistan Teherik-Insaf) শাহবাজ (Shehbaz Sarif) সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। সংসদের বাইরে রাজপথেও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। ইমরান  (Imran Khan, Ex Prime minister of Pakistan nd former cricketer) শতাধিক মামলায় পাকিস্তানের আদিলাবাদ জেলে বন্দি। আদালতের নির্দেশ তিনি জেলে বসেই রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি পেয়েছেন। গত সপ্তাহে তিনি দলকে নির্দেশ দিয়েছেন, হিন্দুস্তানের সঙ্গে লড়াইয়ের আবহ চলে গেলে শাহবাজের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনতে।

২০২২-সালে তৎকালীন বিরোধী দলনেতা শাহবাজ সংসদে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। তাতে ক্ষমতা হারান ইমরান। পিটিআই সুপ্রিমো ইমরান দলকে বলেছেন শাহবাজকে সরাতে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে। মনে করা হচ্ছে, জুনের গোড়ায় বরকি ইদের পর পথে নামবে ইমরানের দল।

সেই আন্দোলন দমনে সেনাকে পাশে পেতে মুনিরকে নজিরবিহীনভাবে ফিল্ড মার্শাল করে দেওয়া হল। তাছাড়া ইমরানের সঙ্গে এই জেনারেলের বিরোধী ব্যক্তিগত পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতাচ্যুত হওয়ার জন্য সেনার দিকে আঙুল তোলেন ইমরান।

ফিল্ড মার্শাল পদটি সেনার অত্যন্ত গরিমাময় হলেও পাকিস্তানে সেটি ব্যবহার হয়েছে ব্যক্তিগত ইচ্ছায়। ১৯৫৮ সালে জেনারেল আয়ুব খান অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছিলেন। তাঁর যুক্তি ছিল সেনার বিপুল অংশ এবং সাধারণ মানুষের ইচ্ছায় তিনি নিজেরে ফিল্ড মার্শাল ঘোষণা করলেন।  

জানা যাচ্ছে, আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করার পিছনে আরও একটি কারণ হল ভারত-পাক সংঘর্ষ বিরতি। ওই কাজে মার্কিন প্রশাসনের কর্তাদের আসিম মুনিরকে রাজি করাতে অনেক বেগ পেতে হয়। প্রধানমন্ত্রী শাহবাজ প্রস্তাব শুনে স্পষ্ট জানিয়ে দেন সেনাপ্রধানের মতই তাঁর মত। মুনির সংঘর্ষ চালিয়ে যেতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ার পুরস্কার পেলেন। স্বভাবতই তাঁর পদোন্নতির পিছনে মার্কিন হাত থাকাও অসম্ভব নয়।


ভিডিও স্টোরি