শেষ আপডেট: 7th August 2024 15:25
দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ জুলাইয়ের ঘটনা। নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। পাইলট ছাড়া বাকি সকল যাত্রীরই মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। কয়েকদিন যেতে না যেতেই আবার নেপালে বিমান দুর্ঘটনা। এবার ভেঙে পড়ল হেলিকপ্টার। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৪ জনের মৃত্যু হয়েছে।
নেপালের নুয়াকোট এলাকার শিবপুরী অঞ্চলে বুধবার দুপুরে এয়ার ডিন্যাস্টির একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। এই দুর্ঘটনাতেই ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠমাণ্ডু থেকে রাশুয়া যাচ্ছিল এই হেলিকপ্টারটি। তবে নুয়াকোট জেলায় একটি পাহাড়ে ধাক্কা মেরে ভেঙে পড়ে সেটি। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।
কাঠমাণ্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুর ১.৫৪ নাগাদ এই কপ্টারটি রাশুয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু উড়ানের ৩ মিনিট পরই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নুয়াকোট জেলার সৌর চাউর এলাকার আশেপাশে আসার পরই কপ্টারের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তার কিছুক্ষণ পরই সেটি ভেঙে পড়ার খবর মেলে। যদিও কী কারণ এই দুর্ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।
কয়েক সপ্তাহ আগেই ১৯ জন যাত্রী নিয়ে যাওয়া শৌর্য্য এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। বিমানের মোট ১৯ জন যাত্রীর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়। শুধু পাইলট বেঁচে যান। ওই বিমানে ক্রু সদস্য নিয়ে ১৯ জন ছিলেন। প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল সকলেরই মৃত্যু হয়েছে। তবে শেষে পাইলটকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। বাকিদের মধ্যে ১৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। বাকি তিনজন হাসপাতালে মারা যান। বিমানবন্দর সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি বর্মার্ডিয়ার সিআরজে-২০০ জেট বিমান ছিল। টেক অফ করার সঙ্গে সঙ্গে ডান দিকে হেলে পড়েছিল সেটি। তাতেই ঘটে বিপত্তি।