শেষ আপডেট: 14th October 2023 10:33
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল প্যালেস্তাইনের যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ১১ অক্টোবর থেকে ভারত সরকার উদ্যোগ নিয়েছে। এয়ারলিফটের মাধ্যেমে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয়দের। 'অপারেশন বিজয়' নামের এই উদ্যোগ শুরু হয়েছে ১১ অক্টোবর থেকে। শনিবার সকালে যুদ্ধবিদ্ধস্ত তেল আভিভ থেকে দিল্লির বিমানবন্দরে নামল অপারেশন বিজয়-এর দ্বিতীয় বিমান।
দ্বিতীয় দফায় ২৩৫ জন ভারতীয় ফিরলেন ইজরায়েল থেকে। তাঁদের মধ্যে ২ শিশুও রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ভোরে এক্স হ্যান্ডলে প্রকাশ করেছেন দ্বিতীয় বিমানের ছবি। এর আগে প্রথম বিমানটি শুক্রবার সকালে ভারতে এসে পৌঁছেছিল। প্রথম দফায় ২১২ জন ভারতীয়কে ইজরায়েল থেকে উড়িয়ে আনা হয়। ইজরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দর থেকে ছেড়েছিল প্রথম বিমানটি।
#OperationAjay
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 13, 2023
Flight #2 carrying 235 Indian nationals takes off from Tel Aviv. pic.twitter.com/avrMHAJrT4
ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত থেকে অপারেশন বিজয় শুরু হয় আনুষ্ঠানিক ভাবে। বুধবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন 'যে সকল ভারতীয় এই যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েল থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক তাঁদের জন্য ভারতীয় সরকারের উদ্যোগে অপারেশন বিজয় চালু করা হচ্ছে'।
কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে ইজরায়েল থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের জন্য। পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই ইজরায়েল দূতাবাসে নাম নথিভুক্ত করার লাইন দেন হাজার হাজার ভারতীয়। অপারেশন বিজয়-এর মাধ্যমে দেশে ফেরার সুযোগ পাওয়ার ক্ষেত্রে 'আগে এলে আগে সুযোগ' এই পদ্ধতিই নেওয়া হয়েছে। ইজরায়েলে প্রায় ১৮০০০ ভারতীয় বাস করেন। ভারত সরকার চেষ্টা করছে যত বেশি সংখ্যক ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে।