জেডি ভ্যান্সের মেয়ে মিরাবেল।
শেষ আপডেট: 21st January 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় নতুন প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গেই শপথ নিলেন, নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এত বড় মাপের শপথ গ্রহণ অনুষ্ঠানে সকলের কেন্দ্রবিন্দুতে ছিল ছোট্ট মেয়ে মিরাবেল (JD Vance Daughter)। ভ্যান্সের তিন বছরের কন্যা সে।
হাতের আঙুলে স্কুবি-ডু ও ব্লুয়ি কার্টুন চরিত্রের ছবি আঁকা ব্যান্ডেজ এবং লাল কেপ কোট পরা মিরাবেলকে দেখে মনে হচ্ছিল, যেন ‘লিটল রেড রাইডিং হুড’-এর পাতা থেকে উঠে এসেছে ছোট্ট মিরাবেল।
ওহাইওর প্রাক্তন সিনেটর জেডি ভ্যান্স, সোমবার ইউএস ক্যাপিটল রোটোন্ডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শপথ গ্রহণ করেন সোমবার। ৪০ বছর বয়সি ভ্যান্স যখন শপথ নিচ্ছিলেন, তখন তাঁর স্ত্রী ঊষা ভ্যান্স বাইবেল ধরে ছিলেন। আর তাদের কোলে থাকা মিরাবেল নির্বিকারভাবে আঙুল চুষছিল, যেন চারপাশের পরিবেশের প্রতি তার কোনও ভ্রূক্ষেপই নেই।
জেডি ও ঊষা ভ্যান্সের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট মিরাবেল। তাদের বড় ছেলে ৭ বছরের এওয়ান ব্লেইন এবং দ্বিতীয় ছেলে ৪ বছর বয়সি বিবেক। তিন সন্তানই বাবা-মার সঙ্গে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিল। দুই ছেলে ম্যাচিং নীল স্যুট ও টাই পরে অনুষ্ঠানে অংশ নেয়। আর ছিল লাল-সাদা ছোট্ট পরীর মতো মিরাবেল।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মিরাবেলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন, তার আঙুলের ব্যান্ডেজই ছিল অনুষ্ঠানের প্রধান ‘ফ্যাশন স্টেটমেন্ট’। কেউ কেউ বলেছেন, ‘সোমবারের অনুষ্ঠানের সবচেয়ে প্রিয় অতিথি মিরাবেল!’ আবার কারও কথায় ‘সেরা পোশাকে মিরাবেল ভ্যান্স সবচেয়ে নজর কেড়েছে।’ আরেকজন লিখেছেন, ‘মিরাবেল ভ্যান্স তার তিন আঙুলের ব্যান্ডেজ দিয়ে নতুন প্রজন্মের জন্য একটি ফ্যাশন ট্রেন্ড তৈরি করে ফেলেছে।’
ঊষা ভ্যান্সও অভিষেক অনুষ্ঠানে নজর কেড়েছেন। তিনি পাউডার পিংক রঙের অস্কার দে লা রেন্টা ক্যাশমের কোট, স্কার্ফ র্যাপ ও ড্রেস পরেছিলেন। সঙ্গে তিনি পরেছিলেন মভ রঙের সুয়েড বুট, সূক্ষ্ম ফুলের ডিজাইনের দুল এবং গ্লাভস।
শপথ গ্রহণের পর রাতে আয়োজিত অনুষ্ঠানে ঊষা পরেছিলেন স্ট্র্যাপলেস নীল সিকুইন গাউন। আগের দিনও ভাইস প্রেসিডেন্টের নৈশভোজে তিনি কালো রঙের অস্কার দে লা রেন্টা গাউন পরে যোগ দেন।