শেষ আপডেট: 5th September 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার স্কুলে বন্দুকবাজের হানা। রক্তে ভিজল স্কুলের মাটি। চলে গেল চার চারটি নিরীহ প্রাণ। জর্জিয়ায় একটি হাইস্কুলে এলোপাথাড়ি গুলি চলে। মাটিতে লুটিয়ে পড়ে একের পর এক লাশ। মার্কিন মুলুকে ফের একবার বন্দুকবাজের হামলা।
ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ১০। হাইস্কুলে এই হামলার পরই গোটা এলাকায় সঙ্গে সঙ্গে লকডাউন জারি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হামলায় জড়িত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ১৪ বছরের এক কিশোর।
#HappeningNow shooting at Apalachee High School in Barrow Co. GA. Hearing reports of injuries. pic.twitter.com/t4xgv8Ibaq
— DAP (insert blue check here) (@Deetroit_Dave) September 4, 2024
জর্জিয়ার উইন্ডারের অ্যাপালাচি হাইস্কুলের সতেরো বছরের সার্গিও কালডেরা নামের এক ছাত্রের মতে, ঘটনার সময় তাদের কেমিস্ট্রি ক্লাস চলছিল। ঠিক তখনই তারা বাইরে থেকে গুলির আওয়াজ পায়। ক্লাসে থাকা শিক্ষক ক্লাসরুমের দরজা খুলে করিডরে আসতেই দেখতে পান, অন্য এক শিক্ষক ছুটতে ছুটতে আসছেন। চিৎকার করে তিনি তাঁকে দরজা বন্ধ করার কথাও বলেন। করিডরেই একজনকে বন্দুক নিয়ে ঘুরতে দেখা যায়।
বরো কাউন্টির শেরিফ অফিসের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ১৪ বছরের এক কিশোর হামলা চালিয়েছিল বলে জানা গিয়েছে। অভিযুক্ত সেই স্কুলেরই পড়ুয়া।
এআর-১৫ রাইফেল ব্যবহার করেছিল সে। তবে কোথা থেকে সে এই রাইফেল পেল এবং কী কারণে স্কুলে ঢুকে গুলি চালাল, তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত চলছে। চলতি বছরে বন্দুকবাজদের হামলা কি ক্রমেই দীর্ঘতর হচ্ছে? সেই নিয়ে উঠছে প্রশ্ন।