শেষ আপডেট: 1st October 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়াদের নিয়ে স্কুল ট্রিপে যাচ্ছিল বাস। রাস্তার মধ্যেই আচমকা ঘটে বিপত্তি। চলন্ত বাসে ধরে যায় আগুন। সেই সময়ে বাসে ছিল ৩৮ জন পড়ুয়া এবং ৬ জন শিক্ষক। মোট ৪৪ জনের মধ্যে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের মধ্যে অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাঙ্ককে।
স্থানীয় সূত্রে খবর, স্কুলবাসটি মধ্য উথাই থানি প্রদেশ থেকে আয়ুথায়ার দিকে যাচ্ছিল। তবে পথুম থানি প্রদেশ ক্রস করার পরই বাসটিতে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির টায়ার ফেটে গেছিল। তারপরই তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়।
এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা পুলিশে খবর দিয়ে নিজেরাই উদ্ধারকাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে ১৬ জন পড়ুয়া এবং ৩ জন শিক্ষককে বের করে আনা সম্ভব হয়। তবে বাকিদের উদ্ধার করা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, তারা জ্বলন্ত বাসের মধ্যেই আটকে পড়ে সকলের মৃত্যু হয়েছে।
দমকল এসে আগুন নেভাতে সফল হলেও দীর্ঘক্ষণ বাসটি তপ্ত ছিল। ফলে ভিতরে ঢুকে কাউকে বের করা সম্ভব হয়নি। এই কারণেই অনেকের মৃত্যু হয়েছে বলে ধারণা। আগুনে পুড়ে তো বটেই, প্রচণ্ড গরমে শ্বাসরোধ হয়েও পড়ুয়াদের অনেকে মারা গেছে বলে আশঙ্কা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা এই ঘটনায় শোকপ্রকাশ করে নিহত এবং আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন।