শেষ আপডেট: 13th April 2025 18:51
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সামি শহরে ফের আছড়ে পড়ল রাশিয়ার ক্ষেপণাস্ত্র! রবিবার স্থানীয় সময় সকাল সওয়া দশটা নাগাদ ঘটা এই হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন সরকার।
জানা গেছে, খ্রিস্টানদের পবিত্র সপ্তাহের প্রথম দিন 'পাম সানডে' উপলক্ষে বহু মানুষ সামি শহরের কেন্দ্রে জমায়েত হয়েছিলেন। সে সময়েই এই ভয়াবহ হামলা চালানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নিহতদের মধ্যে দু'জন শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ৮৪ জন। তিনি এই হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে বলেন, 'বিশ্ব যেন এই হামলার প্রতি নীরব বা উদাসীন না থাকে। রাশিয়ার এই আগ্রাসনের নিন্দা হওয়া উচিত।'
জেলেনস্কি আরও বলেন, 'রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা যুদ্ধ বন্ধ করে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে।'
এই ঘটনায় রাশিয়ার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
সামি শহরের কেন্দ্রস্থলে ধ্বংসস্তূপের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহাবশেষ ও ধোঁয়ার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, দমকলকর্মীরা ধোঁয়া ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
Absolutely barbaric Russian ballistic missile attack on the center of Sumy, Ukraine this Palm Sunday morning.
— OSINTtechnical (@Osinttechnical) April 13, 2025
Dozens of Ukrainian civilians have been killed or injured in the attack, with casualties now rising over 100. pic.twitter.com/jMy1fF3LOK
এই হামলা এমন এক সময় ঘটল, যখন আমেরিকা ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা চলছিল। কারণ তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে জোর দিচ্ছে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
গত শুক্রবারই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেন্ট পিটার্সবার্গে চার ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন। আলোচনা শেষে ট্রাম্প জানান, 'কোনও পর্যায়ে গিয়ে হয় আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, না হয় চুপ করে থাকতে হয়।'
এর পরেই রবিবার ঘটে গেল বড় হামলা। জেলেনস্কি বলেন, 'কথাবার্তা কখনও ক্ষেপণাস্ত্র আর বোমা থামাতে পারেনি। রাশিয়ার সঙ্গে এমন আচরণই করা উচিত, যেমনটা একজন সন্ত্রাসীর সঙ্গে করা হয়।'
রবিবারের এই হামলার পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, 'আজকের হামলা দেখিয়ে দিল, কেবল রাশিয়াই এই যুদ্ধ চালিয়ে যেতে চায়। মানুষের জীবন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রচেষ্টার কোনও মূল্য দেয় না তারা।'
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন গত ২৪ ঘণ্টায় দুটি রুশ জ্বালানি গুদামে হামলা চালিয়েছে। একইসঙ্গে তারা জানায়, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ইয়েলিজাভেতিভকা গ্রাম রুশ সেনারা দখল করেছে।
ইউক্রেন সরকার এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি, তবে গত কয়েক মাসে পূর্ব ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর ধীরে ধীরে অগ্রগতি লক্ষ্য করা গেছে। ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল দখলে রেখেছে রাশিয়া, যেগুলোর বেশিরভাগই দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে অবস্থিত।