শেষ আপডেট: 24th January 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক দিন ধরে জল্পনা ছড়িয়েছে যে বিবাহবিচ্ছেদ হতে চলেছে বারাক ওবামা এবং মিশেলের। কারণ কিছু অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়নি। মাঝে অবশ্য স্ত্রীর জন্মদিনে আদরমাখা পোস্ট করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তারপরও জল্পনা কমছে না কিছুতেই। এবার এই ইস্যুতে নাম জড়াল অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের।
সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে অভিনেত্রী জেনিফারের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন বারাক। আর এই কারণেই তাঁর ডিভোর্স হতে চলেছে! গত বছর এক ট্যাবলয়েডের খবর থেকে এই বিতর্ক শুরু হয়। সেটাই এখন প্রায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে। মিশেল ও বারাকের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল না থাকায় এখন জেনিফারকে নিয়েই চর্চা শুরু হয়েছে। যদিও বিষয়টি পাত্তাই দিচ্ছেন না অভিনেত্রী।
‘ফ্রেন্ডস’-এর র্যাচেল গ্রিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''একবার মাত্র ওঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এটা বানানো গল্প ছাড়া কিছুই নয়।'' যদিও ট্যাবলয়েডের স্পষ্ট দাবি ছিল, ওবামার সঙ্গে জেনিফারের সম্পর্ক নিছক বন্ধুত্বে সীমাবদ্ধ নেই। সেটাই প্রভাব ফেলেছে মিশেল-ওবামার দাম্পত্যে।
২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শপথগ্রহণ অনুষ্ঠানে বারাক ওবামা থাকলেও আসেননি তাঁর স্ত্রী মিশেল ওবামা। প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা উপস্থিত থাকেন। কোনও স্পষ্ট নিয়ম না থাকলেও এই প্রথা চলে আসছে বছর বছর ধরে। ডিভোর্স জল্পনার মাঝে মিশেলের অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়টি যেন আগুনে আরও ঘি ঢেলেছে।
যদিও সম্প্রতি স্ত্রীর জন্মদিনে বারাক ওবামা দুজনের ছবি দিয়ে সুন্দর একটি পোস্ট করেছিলেন। লিখেছিলেন, 'তুমি আমার জীবনের ভালবাসা। তোমার সঙ্গে পথ চলতে পেরে আমি ভাগ্যবান...'।