শেষ আপডেট: 17th September 2024 19:29
দ্য ওয়াল ব্যুরো: পেরিয়েছে এক বছরেরও বেশি সময়। তবে টাইটানিক নিয়ে মানুষের কৌতূহল তো কমেই নি, উল্টে কয়েকগুণ বেড়েছে। এই প্রথমবার ডুবোযান টাইটানের ছবি সামনে আনল আমেরিকার উপকূলরক্ষী বাহিনী।
গত ১৮ জুন টাইটানিকের তথ্য সংগ্রহে আটলান্টিক সাগরের গভীরে অভিযান শুরু করে টাইটান। কিন্তু অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই সহযোগী জাহাজ পোলার প্রিন্সের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। গভীর সমুদ্রে তলিয়ে যায় ডুবো যানটি। এরপরই রীতিমতো আলোচনা শুরু হয় যে তাহলে কী মাঝপথেই ডুবে গিয়েছিল ডুবোযানটি? এবার সেই সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।
সম্প্রতি উপকূলরক্ষী বাহিনী টাইটান ডুবোযানের পাঁচ ক্রু সদস্যের গুরুত্বপূর্ণ কথোপকথনের কিছু তথ্য সামনে এনেছে। সেখানে বলা হয়েছে, ডুবোযানটি তলিয়ে যাওয়ার আগে তাঁরা জানিয়েছিলেন ‘এখানে সব ভালো।’ এটাই টাইটান এবং মূল জাহাজ পোলার প্রিন্স-এর মধ্যে শেষ যোগাযোগ। এরপর তাদের মধ্যে আর কোনওরকম যোগাযোগ সম্ভব হয়নি। মহাসাগরের চাপে রীতিমতো চুপসে যায় ডুবোযানটি। সেই ধ্বংসাবশেষের ছবি সামনে এসেছে।
আটলান্টিক মহাসাগরে প্রথমবার টাইটানের যে ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একেবারে গভীর সমুদ্রের চাপে একপ্রকার চুপসে রয়েছে আছে ডুবোযান টাইটান। ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শুরু হয়েছে চর্চা।
মূলত আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য বিশেষ পদ্ধতিতে বানানো হয়েছিল ডুবোযান টাইটানকে। ২২ ফুটের এই ডুবোযানের ওজন ৯,৫২৫ কেজি। কার্বন ফাইবার এবং টাইটানিয়াম দিয়ে তৈরি হয়েছিল এই যান।