শেষ আপডেট: 23rd September 2024 10:20
দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার সোমবার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জনতা বিমুক্তি পেরামুনার (জেভিপি)-এর প্রধান অনূঢ়া কুমারা দিশানায়েকে। রনিল বিক্রমসিংহের স্থলাভিষিক্ত হবেন তিনি। দিশানায়েকের দল মার্কসবাদ-লেলিনবাদে বিশ্বাসী এবং চিনের অনুগামী। মলদ্বীপের পর ভারতের আর একটি প্রতিবেশী দেশে বেজিংয়ের অনুগত একজন ক্ষমতায় এল।
অন্যদিকে, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা দ্রুত বাড়ছে। টেলিফোনে সৌজন্য বিনিময়ের পর এবার আমেরিকায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহাবাজ শরিফ ও বায়ল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। ইতিমধ্যে ঢাকায় পাকিস্তানের হাই কমিশন অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। এই কমিশনার গত এক মাসে দুবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এছাড়া বাকি সব উপদেষ্টা বাংলাদেশ বাংলাদেশ সরকারের পদস্থ কর্তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন পাক হাই কমিশনার।
এমনিতেই মোহাম্মদ আলি জিন্নাহ মৃত্যুবার্ষিকী পালন নিয়ে বাংলাদেশে বিতর্ক চলছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সে দেশের মাটিতে কখনো ঘটা করে জিনহার স্মৃতিচারণার ব্যবস্থা হয়নি। সেই অনুষ্ঠানে একাধিক বক্তা দুই দেশের মিলনের পক্ষে সওয়াল করেন।
আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রায় সাড়ে তিন দশক পর বাংলাদেশ রেডিও উর্দুতে অনুষ্ঠান প্রচারে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার ঘোষণা করেছে বাংলাদেশীরা তাদের দেশে কোন এরাইভাল অর্থাৎ সেখানে পৌঁছানোর পর হিসাব পাওয়ার সুবিধা ভোগ করবেন। মিলিয়ে ঢাকা নয়া দিল্লি সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্যে, তখন পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ছে বাংলাদেশের।
মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পরই সে দেশ থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট চিনপন্থী হলেও তাঁকে অবশ্য মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মইজ্জুর সঙ্গে এখনই এক বন্ধনীতে রাখছে না ভারত। শ্রীলঙ্কার বাম মনোভাবাপন্ন এই দলটি এবার ভোটে ভাল ফল করবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বিপুল ভোট পেয়ে ক্ষমতায় চলে আসবে, এতটা প্রতাশ্যা ছিল না।
তবে ভারত আগে থেকেই তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি চেষ্টা করেছে। গত ফেব্রুয়ারিতে দিশানায়েকেকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার তখন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তাঁর একান্তে কথা হয়। দিশানায়েকে তখন কথা দেন তিনি চিনের সঙ্গে যেমন সুসম্পর্ক চান তেমনই ভারতের নিরাপত্তাও তিনি নিশ্চিত করবেন। এখন দেখার ভারত শ্রীলঙ্কা সম্পর্ক কোন খাতে গড়ায়।
দিশানায়েকে ভোট পেয়েছেন ৪২. ৩১ শতাংশ। প্রায় দশ শতাংশ কম ভোটপেয়ে দ্বিতীয়স্থানে আছে বিরোধী এসজেবি-র নেতা সাজিথ প্রেমাদাসা। তাঁর প্রাপ্ত ভোট ৩২.৭৬ শতাংশ। সবাইকে অবাক করেছে বর্তমান প্রেসিডেন্ড রনিল বিক্রমসিংহে। তিনি পেয়েছেন মাত্র ১৭ শতাংশ ভোট। দিশানায়েকের জনতা বিমুক্তি পেরামুনার শ্রীলঙ্কার একটি কমিউনিস্ট পার্টি। মার্কসবাদে বিশ্বাসী এই দলকে গণ অভ্যত্থান পরবর্তী সময়ে বেছে নেওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।