শেষ আপডেট: 2nd February 2025 20:42
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মহম্মদ শাহবাজ শরিফ।
বিএনপি নেত্রী খালেদা বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। গত মাসের মাঝামাঝি তিনি যুক্তরাজ্যে গিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁকে মহামহিম বলে সম্মোধন করে বাংলাদেশের রাজনীতির উচ্চাসনে আসীন নেত্রী হিসাবে বর্ণনা করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠিটি লিখেছেন ৩১ জানুয়ারি। খালেদা জিয়া বা তাঁর দল এখনও চিঠিটির প্রাপ্তি স্বীকার করেনি।
শাহবাজ শরিফের চিঠিকে বাংলাদেশের পাশাপাশি বিএনপির সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা হিসাবেই দেখছে রাজনৈতিক ও কূটনৈতিক মহল। মনে করা হচ্ছে, বিএনপিকে বাংলাদেশের আগামী শাসক দল হিসাবে বিবেচনা করেই শাহবাজ শরিফ এই চিঠি লিখেছেন। খালেদা জিয়া বহু বছর হল অসুস্থ। এতদিন কোনও পাক প্রধানমন্ত্রী তাঁর আরোগ্য কামনা করে চিঠি দেননি।
গত বছর ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে পাকিস্তান দ্রুত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতির চেষ্টায় নামে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দু'বার বৈঠক হয়েছে পাক প্রধানমন্ত্রীর। চলতি মাসে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রীর ঢাকা সফরে যাওয়ার কথা। দু দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বেড়েছে সামরিক বোঝাপড়াও।
শাহবাজ শরিফ বিএনপি নেত্রীর রাজনীতিতে অবদানের কথা উল্লেখ করে বলেছেন, জনসেবায় আপনার অবদান সকলের কাছেই অনুসরণীয়। আমি সর্ব শক্তিমান আল্লহার কাছে আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।