শেষ আপডেট: 21st September 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: কোয়াড বৈঠকে যোগ দিতে আমেরিকা সফরে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২ তারিখ অর্থাৎ রবিবার নিউইয়র্কে তাঁকে স্বাগত জানাতে একটি ইভেন্ট হতে চলেছে। সেই অনুষ্ঠানের প্রস্তুতির কাজ এখন তুঙ্গে। এই অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপ-আলোচনায় যুক্ত হবেন নরেন্দ্র মোদী।
প্রবাসী ভারতীয়দের উদ্যোগে হওয়া এই ইভেন্টের নাম হতে চলেছে 'মোদী অ্যান্ড আস'। নিউইয়র্কের ইউনিয়নডেলের নাসাউ ভেটেরানস কলোসিয়ামে এই অনুষ্ঠান হতে চলেছে। একাধিক সংবাদসংস্থার খবর অনুযায়ী, ১৩ হাজার সিট খালি থাকলেও ইতিমধ্যে ২৫ হাজারের বেশি মানুষ এই অনুষ্ঠান দেখার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। সে দেশের ৪০টি অঞ্চলের অন্তত ৫০০টি সংগঠন রেজিস্ট্রেশন শুরু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে 'ওয়েলকাম পার্টনার্স' হিসেবে ইভেন্ট জয়েন করে ফেলেছে।
একটি নয়, দু-দুটি স্টেজ বানানো হয়েছে নরেন্দ্র মোদীর এই ইভেন্টের জন্য। পাশাপাশি কমপক্ষে ৪০০ জন আর্টিস্ট থাকবেন এই শোয়ে পারফর্ম করার জন্য। দেশ-বিদেশের নানা আর্টিস্ট তো থাকবেনই, তাঁদের সঙ্গে দেখা যাবে গ্র্যামি মনোনয়ন পাওয়া চন্দ্রিকা টন্ডন, স্টার ভয়েজ অফ ইন্ডিয়া বিজয়ী ঐশ্বর্য মজুমদার সহ আরও অনেকে। দুটি স্টেজের মধ্যে একটিতে এঁরা পারফর্ম করবেন।
অন্য যে স্টেজটি হচ্ছে তাতে আরও ১০০ জনের পারফর্ম করার কথা। সেখানে ক্লাসিক্যাল থেকে ফোক আর্টিস্টদের সমারোহ দেখা যাবে। এই ইভেন্টের যিনি ডিরেক্টর তিনি জানিয়েছেন, ভারতের এক অঙ্গ কত রূপ আছে সেটা তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য এর থেকে ভাল অনুষ্ঠান আর কী হতে পারে।
শনিবার থেকেই চতুর্দেশীয় কোয়াডের বৈঠক শুরু হচ্ছে। ওই বৈঠকের পাশাপাশি তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। শনিবার ডেলাওয়্যার-এর উইলমিংটনে কোয়াড-ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন রয়েছে। সেই বৈঠকেই যোগ দেবেন মোদী। ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণসভাতেও ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। এর ফাঁকে নিউইয়র্কে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদীর বৈঠক করার কর্মসূচি রয়েছে।