Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়কBihar Bandh: রাহুল গান্ধীর মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল পাপ্পু যাদব, কানাইহা কুমারকে, ভাইরাল ভিডিওউত্তমকুমারের না, শরৎচন্দ্রের শ্রীকান্তর ভূমিকায় গুরু দত্ত আর অভয়া হয়ে এলেন গীতা দত্ত 'রাতে বাড়িতে খাব,' মাকে ফোনের পরই অটল সেতু থেকে ঝাঁপ চিকিৎসকের, উদ্ধার গাড়ি ও মোবাইল
Pope Francis Death

পোপ ফ্রান্সিসের সমাধির আগে হৃদপিণ্ড রাখা হবে শ্বেতপাথরের কলসে, শেষকৃত্যের আচারবিধি কী কী?

প্রাচীন রোমান রীতি অনুযায়ী মোট ৯ দিন শোকদিবস পালিত হয় পোপের মৃত্যুতে। প্রথা অনুযায়ী, এই কদিন পোপের পোশাক পরা দেহ শায়িত থাকে সেন্ট পিটার্স বাসিলিকায়।

পোপ ফ্রান্সিসের সমাধির আগে হৃদপিণ্ড রাখা হবে শ্বেতপাথরের কলসে, শেষকৃত্যের আচারবিধি কী কী?

প্রয়াত পোপ ফ্রান্সিস।

শেষ আপডেট: 21 April 2025 09:28

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহ থেকে হৃদপিণ্ড খুলে নিয়ে শ্বেতপাথরের কলসে সংরক্ষিত করে রাখা থাকবে। পোপের মৃত্যুর পর নানান আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় তাঁর শেষকৃত্য। প্রাচীনকাল থেকে এই রীতিনীতিগুলি নিষ্ঠার সঙ্গে পালন করা হয়ে থাকে।

শুধু তাই নয়, পোপের মৃত্যুর খবরটিও প্রকাশ্যে আনার নানান বিধি রয়েছে। ডাক্তাররা যখন জানিয়ে দেন যে, চিকিৎসা আর কাজে দিচ্ছে না। তিনি কোনও সাড়া দিচ্ছেন না। তাঁর নিঃশ্বাস-প্রশ্বাস বন্ধ, হৃদপিণ্ডের কাজ থমকে গিয়েছে। তখন পরম্পরা অনুযায়ী পোপের মূল পরিচিতি আঙটি নষ্ট করে দেওয়া হয়। অর্থাৎ, বর্তমান পোপের কার্যকালের মেয়াদ শেষ হল এটা বুঝিয়ে পোপের ঘর বন্ধ করে দেওয়া হয়।

ঐতিহ্য রয়েছে যে, ক্যামেরলেঙ্গো (ভ্যাটিকানের এক সিনিয়র কর্তার পদ) প্রথম পোপের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি তিনবার পোপকে ডাকেন, তাতে সাড়া না দিলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বর্তমানে ওই পদে রয়েছেন আইরিশ কার্ডিনাল কেভিন ফারেল। তিনিই কলেজ অফ কার্ডিনালকে খবরটা দেবেন। এই কার্ডিনাল হল গির্জার সিনিয়র কর্তাদের একটি কমিটি। এরপর ভ্যাটিকান সরকারিভাবে পোপের মৃত্যুর ঘোষণা করে সংবাদমাধ্যমের সামনে।

মৃত্যুর পর সাধারণত চার থেকে ৬, কখনও ৯ দিন পর সমাধিস্থ করা হয় পোপকে। যার নেতৃত্বে থাকেন কলেজ অফ কার্ডিনালের ডিন। সাধারণত পোপকে সমাধিস্থ করা হয় ভ্যাটিকান গ্রোতেয়েস-এ। সেন্ট পিটার্স বাসিলিকার পাশেই এই সমাধিস্থান রয়েছে। কিন্তু, পোপ ফ্রান্সিস এক সাক্ষাৎকারে তাঁকে রোমের সান্তা মারিয়া ম্যাগুয়েরে বাসিলিকায় সমাধি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

প্রাচীন রোমান রীতি অনুযায়ী মোট ৯ দিন শোকদিবস পালিত হয় পোপের মৃত্যুতে। প্রথা অনুযায়ী, এই কদিন পোপের পোশাক পরা দেহ শায়িত থাকে সেন্ট পিটার্স বাসিলিকায়। তাঁর গায়ে সুগন্ধী মাখানো থাকে সারাক্ষণ। দেহ থেকে বেশ কিছু প্রত্যঙ্গ অপারেশন করে বের করে নেওয়া হয়। রোমের ত্রেভি ঝরনার কাছে থাকা একটি গির্জায় এর আগের ২২ জন পোপের হৃদপিণ্ড শ্বেতপাথরের কলসাকৃতির পাত্রে সংরক্ষিত আছে। এটাকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা পবিত্র দেহাবশেষ বলে মনে করে।

পোপের শেষকৃত্যের প্রায় তিন সপ্তাহ পর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নতুন পোপ নির্বাচিত হন। কলেজ অফ কার্ডিনাল সিস্টিন চ্যাপেলে একটি কনক্লেভ ডাকে। সেখানেই গত ৭০০ বছর ধরে মেনে চলা রীতি অনুযায়ী নতুন পোপ নির্বাচিত হন। নির্বাচনের দিন মাইকেঞ্জেলোর বিশ্ববিখ্যাত ছাদগাত্রে আঁকা ছবিওয়ালা সিস্টিন চ্যাপেলে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং কার্ডিনালরা ভোট পর্যন্ত সেখান থেকে বেরতে পারেন না।

ভোটাভুটি শেষে সব ব্যালট একটি স্টোভের আগুনে পুড়িয়ে ফেলা হয়। সেখানে উপস্থিত থাকেন ভ্যাটিকানের দমকল কর্মীরাও। এরপর দ্বিতীয় একটি স্টোভ জ্বালানো হয়। যা থেকে রাসায়নিকের মাধ্যমে গির্জার বাইরে চিমনি থেকে ধোঁয়া বের করা হয়। উপস্থিত দর্শকরা ধোঁয়ার রং দেখে বুঝতে পারেন পোপ নির্বাচন হয়েছে কিনা। কালো ধোঁয়ার অর্থ নির্বাচন সম্পূর্ণ হয়নি। সাদা ধোঁয়ার মানে পোপ নির্বাচন হয়ে গিয়েছে।

কে হতে পারেন নতুন পোপ?

কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন। বয়স ৭০। ২০১৩ সাল থেকে তিনি ভ্যাটিকানের বিদেশ সম্পর্কিত বিষয়ের সচিব। কনক্লেভের সর্বোচ্চ পদে আসীন। পরবর্তী নাম, কার্ডিনাল পিটার এরদো। ৭২ বছর বয়সি হাঙ্গেরির মানুষ। পিটার ক্যাথলিকদের বিবাহ বিচ্ছেদ ও পুনর্বিবাহের ঘোরতর বিরোধী। তিনি প্রকৃতপক্ষে জিশুর মা মেরির একনিষ্ঠ পূজারী। এছাড়াও রয়েছেন, কার্ডিনাল লুই অ্যান্তোনিও ট্যাগল, কার্ডিনাল ম্যাত্তেও জুপ্পি, কার্ডিনাল রেমন্ড লিও বুর্ক।


ভিডিও স্টোরি