শেষ আপডেট: 13th February 2025 07:30
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম মার্কিন সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আমেরিকায় পৌঁছে গেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। দুই রাষ্ট্রনেতার বৈঠকে কী কী বিষয় উঠে আসতে পারে, সেদিকে নজর রয়েছে সবার।
নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়ন কারও অজানা নয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম জমানায় ২০১৯ সালে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আবার ২০২০ সালে গুজরাতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট। নানা সাক্ষাৎকারে মোদী-বন্দনা করতেও দেখা গেছে ট্রাম্পকে। কিন্তু প্রতিবারের চেয়ে এবার মোদীর আমেরিকা সফর একটু আলাদা। কারণ এবার রয়েছে অবৈধভাবে বসবাসকারী এবং ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে বিতর্ক।
আমেরিকা রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ট্রাম্পের প্রথম দফার সময় ভারত-মার্কিন সম্পর্ক অত্যন্ত কার্যকর হয়েছিল। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক অত্যন্ত ইতিবাচক ভূমিকা নেয় তখন। প্রধানমন্ত্রীর আশা আসন্ন সফরেও ভারত উপকৃত হবে। কিন্তু এবার বিষয়টি সবথেকে আলাদা। কারণ ইতিমধ্যে ১০৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। আরও ৪৮৭ জনকে ফেরত পাঠানোর কথা। তাঁদের সকলের বিরুদ্ধেই অবৈধভাবে বসবাস করার অভিযোগ রয়েছে। এই অবস্থায় মোদীর সফর কতটা ফলপ্রসূ হতে পারে, সে দিকে নজর থাকছে।
অন্যদিকে, আগেই বেশ কিছু মার্কিন পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছে ভারত। আবার মোদী পৌঁছানোর আগে ইস্পাতের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছে আমেরিকা। প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকে শুল্ক বিবাদ নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে মার্কিন প্রেসিডেন্ট নৈশভোজের আয়োজন করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবেন।