শেষ আপডেট: 11th February 2025 16:36
দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সে পৌঁছে এআই সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে সকলকে সতর্কবার্তা দেন। বলেন, প্রত্যেকের উচিত এআই-কে একটু সমঝে-বুঝে চলা। যদিও মোদী স্পষ্ট বলেছেন, বর্তমানে এআই রোজই সাধারণ মানুষের নানা কাজ লাগছে। তবে সকলের একটু সতর্ক হয়েই এটি ব্যবহার করা উচিত।
পাঁচ দিনের জন্য দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন। মঙ্গলবার সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৩ তারিখ প্যারিস থেকে আমেরিকা যাবেন তিনি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম তাঁর আমন্ত্রণে সে দেশে যাবেন মোদী।
তার আগে প্যারিস থেকে বিশ্বনেতাদের সামনে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদী তা আলোচিত হওয়ার মতো। এআই নিয়ে বেশিরভাগ সাধারণ মানুষ একটু হলেও চিন্তিত। কারণ দিনদিন বহু পরিমাণে ভুয়ো ভিডিও, ছবি ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় তারকা থেকে শুরু করে আমজনতা, সকলেই প্রতারিত হচ্ছেন। পাশাপাশি এআই দিয়ে যে ভাল কিছু কাজ হচ্ছে না তাও নয়। তবে পুরো বিষয়টিই কার্যত নজরদারিতে আনতে বলেছেন মোদী।
প্রধানমন্ত্রীর কথায়, 'এআই মানবজীবনের হাল বদলে দিতে পারে। স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে শিক্ষা, কৃষিকাজ.. সব ক্ষেত্রই উপকৃত হতে পারে। আমাদের সকলের উচিত সিস্টেমকে আরও উন্নত করার জন্য এআই-এর ইতিবাচক কার্যকলাপ আরও বাড়ানো। একই সঙ্গে, আমাদের অবশ্যই সাইবার নিরাপত্তা, ভুয়ো তথ্য এবং ডিপফেক সম্পর্কিত সমস্যার সমাধান করতে হবে।'
আপাতত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর নিয়ে চর্চা তুঙ্গে। তাঁর রওনা হওয়ার আগেই বেশ কিছু মার্কিন পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছে ভারত। আবার মোদী পৌঁছানোর আগে ইস্পাতের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছে আমেরিকা। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকে শুল্ক বিবাদ নিয়ে আলোচনা হবে।