শেষ আপডেট: 22nd September 2024 08:11
দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারিতে আরও জোর দিল ভারত। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় একটি মেগা ড্রোন চুক্তি করলেন প্রধানমন্ত্রী মোদী।
সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারিতে ব্যবহার করা হবে 31 MQ-9B স্কাই গার্ডিয়ান এবং সী গার্ডিয়ান ড্রোন। উন্নত প্রযুক্তির এই ড্রোনগুলি কিনতে ভারতের খরচ হবে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার।
চতুর্দেশীয় কোয়াডের বৈঠক যোগ দিতে শনিবার সকালেই আমেরিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে দ্বিপাক্ষিক আলোচনায় ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার করার জন্য বিভিন্ন বিষয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে। সেখানেই ড্রোন চুক্তি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে দু'জনের।
প্রসঙ্গত, এই ড্রোন চুক্তির জন্য এক বছরেরও বেশি সময় ধরে দু'দেশের মধ্যে আলোচনা চলছে। গত বছরের জুন মাসে, প্রতিরক্ষা মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এয়ার-টু-সার্ফেস মিসাইল এবং লেজার-গাইডেড বোমা সহ MQ-9B স্কাই গার্ডিয়ান এবং সী গার্ডিয়ান সশস্ত্র ড্রোন কেনার অনুমোদনও দেয়।
জানা যাচ্ছে, ড্রোন কেনার পাশাপাশি, ভারতীয় নৌবাহিনী এই আর্থিক বছরে আরও দুটি বড় প্রতিরক্ষা চুক্তি করতে চাইছে - আরও ৩টি স্করপেন সাবমেরিন এবং ২৬টি রাফালে-এম যুদ্ধবিমান কেনার বিষয়ে কথা চলছে।
MQ-9B স্কাই গার্ডিয়ান এবং সি গার্ডিয়ান ড্রোন কি?
MQ-9B ড্রোন হল একটি উচ্চ-উচ্চতা দীর্ঘ-সহনশীল দূরবর্তীভাবে চালিত চালকবিহীন বিমান, যা মার্কিন প্রতিরক্ষা সংস্থা জেনারেল অ্যাটমিক্স দ্বারা তৈরি এবং বিক্রি করে। এটির নজরদারি প্রশ্নাতীত। এটি সব ধরনের আবহাওয়ায় ঘণ্টায় ৪০ কিমি সর্বোচ্চ গতিতে আকাশে উড়তে পারে। স্যাটেলাইটের মাধ্যমে এটি যাবতীয় ছবি ও তথ্য সংগ্রহ করে দেশের সামরিক বাহিনীর কাছে পৌঁছে দিতে সক্ষম।
শুধু নজরদারির কাছেই নয়, যেকোনও ধরণের বড় দুর্যোগের আগাম বার্তা দিতেও সক্ষণ উন্নত প্রযুক্তির এই ড্রোন। যুদ্ধের কাজেও সমানভাবে পারদর্শী।
প্রিডেটর ড্রোন হল MQ-9 এর একটি রূপ, যা হেলফায়ার ক্ষেপণাস্ত্রের একটি পরিবর্তিত সংস্করণ চালু করতে ব্যবহৃত হয়েছিল। ২০২২ সালের জুলাইয়ে কাবুলে আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করা হয়েছিল এই ক্ষেপনাস্ত্রর মাধ্যমেই।
জানা যাচ্ছে, জেনারেল অ্যাটমিকস থেকে যে ৩১টি ড্রোন কেনা হবে তা ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ভাগ করা হবে। MQ-9B ড্রোনগুলির মধ্যে ১৬টি ভারতীয় নৌবাহিনীকে ভারত মহাসাগর অঞ্চলে নজরদারি বাড়ানোর জন্য বরাদ্দ করা হবে, আটটি চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং পাকিস্তানের সাথে নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যবহারের জন্য ভারতীয় সেনাবাহিনীকে দেওয়া হবে এবং বাকি আটটি ভারতীয় বায়ুসেনাকে সীমানা জুড়ে নির্ভুল, লক্ষ্যযুক্ত মিশনের জন্য নিয়োগ করা হবে।
জানা যাচ্ছে, চলতি বছরের ৩১ অক্টোবরের আগেই এই ড্রোন কেনার বিষয়ে চুক্তিবদ্ধ হবে ভারত ও আমেরিকা।
এদিকে মোদীর সফর ঘিরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। কারণ, এদফার সফরে মোদীর দুটি প্রকাশ্য জনসভা রয়েছে। অতীতে ডোনাল্ড ট্রাম্পের ওপরে দুবার গুলি চলেছে। অল্পের জন্য প্রাণ রক্ষা হয় তাঁর। স্বভাবতই, মোদীর নিরাপত্তা নিয়ে আগে থেকেই ভারতের তরফে আমেরিকাকে বলা হয়েছিল।