শেষ আপডেট: 18th February 2025 07:51
দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরে নামার সময়ই হঠাৎ উল্টে গেল যাত্রীবাহী বিমান। কানাডার টরন্টো পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনায় এখনও অবধি ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বরফে ঢাকা বিমানবন্দরে উল্টে পড়ে রয়েছে ওই বিমান।
ডেল্টা এয়ারলাইন্স-এর ৪৮১৯ বিমানটি আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিস থেকে টরন্টোয় নামছিল। স্থানীয় সময় সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বিমানে সেই সময় ছিলেন ৭৬ জন যাত্রী ও চার বিমানকর্মী।
Someone sends this, I don’t actually know what it is pic.twitter.com/C0miakUdOW
— JonNYC (@xJonNYC) February 17, 2025
অবতরণের মুখে আচমকাই উল্টে যায় ওই বিমান। বরফে ঢাকা বিমানবন্দরে আছড়ে পড়ে। এখনও পর্যন্ত ১৮ জনের আহত হওয়ার খবর মিলেছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের সমস্ত বিমান আপাতত বাতিল করা হয়েছে। রানওয়েগুলিও বন্ধ রাখা হয়েছে আপাতত।
বিমানবন্দরটি এই মুহূর্তে বরফে ঢাকা। কুয়াশাও রয়েছে। ঘণ্টায় ৪০ মাইল গতিতে ঝোড়ো হাওয়া বইছে। মনে করা হচ্ছে বরফে ঢাকা রানওয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে চাকা পিছলে বিমানটি উল্টে গিয়ে থাকতে পারে।