শেষ আপডেট: 24th January 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। এই আবহেই ঘটে গেল বড়সড় বিমান দুর্ঘটনা। রাশিয়ার দাবি অনুযায়ী, ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের নিয়ে ভেঙে পড়েছে তাদের একটি বিমান। এই ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
মস্কোর তরফে জানানো হয়েছে, দেশের বেলগোরোদ অঞ্চলে এই বিমান দুর্ঘটনা হয়েছে। ইলিউশিন-৭৬ নামের সামরিক এই বিমান ভেঙে পড়ে ওই অঞ্চলে। জানা গেছে, ৬৫ জন ইউক্রেনীয় সেনা সদস্যকে বন্দি বানিয়ে বেলগোরোদ অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল। আশঙ্কা করা হচ্ছে, বিমানে থাকা বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বিমান দুর্ঘটনার একাধিক ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে।
যদিও রাশিয়ার দাবি অস্বীকার করে সম্পূর্ণ উল্টো কথা বলছে ইউক্রেনের সংবাদমাধ্যম। তাদের বক্তব্য, যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে তাতে ক্ষেপণাস্ত্র বহন করা হচ্ছিল। তাই ইউক্রেনীয় বাহিনীই বিমানটিকে গুলি করে নামিয়েছে। যদিও এখনও পর্যন্ত বিমান দুর্ঘটনার আসল কারণ স্পষ্ট নয়। তাছাড়া কে সঠিক তথ্য দিচ্ছে সেটাও এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্থানীয় সময় ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। যে সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড নিচে নেমে আসতে দেখা গিয়েছে। অনেকের ধারণা হয়েছে, ভেঙে পড়ার আগে বিমানে সম্ভবত বিস্ফোরণ হয়েছিল। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।