শেষ আপডেট: 30th January 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: ওয়াশিংটনে বিমান দুর্ঘটনা। চপারের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায় যাত্রীবাহী বিমান। উপস্থিত ৬০-এরও বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা। এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ছিলেন পাশে থাকা আরেক পাইলট। দুর্ঘটনা হতে পারে, এমন আশঙ্কায় তিনিই প্রথম এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে সাবধান করেন। যার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে বিমানটি।
আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি চপারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সংঘর্ষ হয়। মাঝ আকাশে ধাক্কা লাগে। বিমানটি ভেঙে পড়ে পটোম্যাক নদীতে। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে এই বিপর্যয় ঘটে। সেসময় বিমানে ৬৪ জন যাত্রী ছিলেন। নদী থেকে এপর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
Вертушке сказали пройти позади CRJ, а та ему приехала в заднюю полусферу.????♂️
— HECTOP (@maxhocom) January 30, 2025
- PAT25 do you have the CRJ in sight?
- PAT25 pass behind the CRJ.
- Tower, did you see that?
Отака хурма, малята...#авиация #самолёты #вертолёты #США #Вашингтон #BlackHawk #CRJ #AA #PSA #PAT25 #AA5342 https://t.co/LDyiTT3s4k pic.twitter.com/jW9w8oeGK1
দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরে মাঝ আকাশে থাকা আরেকটি বিমানের পাইলটের অডিও সামনে আসে। যেখানে ওই পাইলটকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে সাবধান করতে শোনা যায়। 'প্যাট২৫, শুনতে পাচ্ছেন? সিআরজে আপনার সাইটে আছে?' উত্তরে কোনও এক বিমান সেবিকাকে বলতে শোনা যায়, 'ভিস্যুয়াল সেপারেশন'। এক্ষেত্রে বলে রাখা ভাল, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটকে সংক্ষেপে সিআরজে বলা হয়। এই কথোপকথন হাতে পাওয়া পর তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে ওই পাইলট ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, 'আমি একটি আগুনের গোলা দেখলাম। তারপর চলে গেল।' কেনেডি সেন্টারের কাছে থাকা একটি অবজারভেশন ক্যামেরাতেও এই ফায়ার বল বা আগুনের গোলা ধরা পড়ে। ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশের দাবি, বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে আগুন লাগে। তারপরই বিমানটি নদীতে ভেঙে পড়ে।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের দিকে আঙুল তুলে তাঁর দাবি, 'পরিষ্কার আবহাওয়া ছিল। প্লেনের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল। কেন হেলিকপ্টারটি ওপর-নিচ করল না বা ঘুরে গেল না। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের তরফে কেন হেলিকপ্টারটিকে গাইড করা হল না।'