শেষ আপডেট: 12th December 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো: ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে খুনের অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে ২৬ বছর বয়সি লুইজি ম্যানজিওনিকে। পেনসিলভেনিয়া থেকে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে নিউ ইয়র্ক পুলিশ। লুইজিকে গ্রেফতার করলেও আশ্চর্যজনকভাবে তার সমর্থনে বা মুক্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে পোস্ট। পাশাপাশি অভিযুক্তকে আইনিভাবে সাহায্যের জন্য লাখ লাখ টাকা অনুদানও জমা পড়তে শুরু করেছে।
জানা গেছে, অনুদানের সংখ্যা নিতান্তই কম নয়। অঙ্কটা ইতিমধ্যে ২৬ লাখ ৩০ হাজার ৫৯২ টাকা ছাড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মাত্র দু’দিনে লুইজির ফলোয়ার সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। সময় যত গড়াচ্ছে সেই তালিকা আরও দীর্ঘায়িত হচ্ছে।
এখানেই শেষ নয় সোশ্যাল মিডিয়ায় অনেক তরুণীই সরাসরি লুইজিকে প্রেমের প্রস্তাব পাঠাতে শুরু করেছেন। কিন্তু কী কারণে তরুণ এত জনপ্রিয়তা পাচ্ছেন তা নিয়ে চিন্তা বাড়ছে পুলিশেরও। এদিকে জেলে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির ছবি সামনে এসেছে। যা চোখে পড়তেই শুরু হয়েছে নয়া বিতর্ক।
কী কারণে এমন ভাবনা?
জানা গেছে, শিরদাঁড়ার সমস্যায় বহুদিন ভুগছিল সে। অস্ত্রোপচারের পরও সমস্যার সমাধান তো হয়নি, উল্টে বেড়েছে। বিমা সংস্থার বিরুদ্ধে নানা পোস্ট করতে দেখা যেত অভিযুক্ত লুইগিকে। সেই রাগ থেকেই এই খুন কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে,নিউ ইয়র্কের একটি হস্টেলে থাকছিল লুইজি। সেখানকার রিসেপশনিস্টের সঙ্গে ফ্লার্ট করতে গিয়েই প্রথমবার মুখের মাস্ক খুলেছিল সে। সে সময় দোকানের সিসিটিভি ক্যামেরায় তার ছবি ধরা পড়ে যায়। এরপরই দোকানের যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে প্রথমে অভিযুক্ত একটি জাল আইডি দেখায়। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। তবে সেটিই হেলথকেয়ারের সিইওকে খুনের জন্য ব্যবহার করা হয়েছে কী না তা এখনও জানা যায়নি।
লুইগির পিঠের অস্ত্রোপচারের পর থেকেই জীবনে নেমে আসে অন্ধকার। মেরুদণ্ডে স্ক্রু ঢুকিয়ে অস্ত্রোপচারের পর জীবন নাটকীয়ভাবে পরিবর্তন হতে থাকে। তার জেরেই ইউনাইটেড হেলথের সিইও ব্রায়ান থম্পসনকে খুন করা হয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।