শেষ আপডেট: 11th April 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: প্লেনে ওঠা মানেই হাজারও নিয়মকানুন! সাধারণ ইকনমি শ্রেণি হলে ওই 'লেগস্পেস'-টুকু ছাড়া তেমন হাত-পা ছড়িয়ে বসার সুযোগ মেলে না। কপাল ভাল থাকলে যদি আপৎকালীন জানালার সারিতে আসন পাওয়া যায়, একটু হয়ত বেশি হাত-পা টানটান করতে পারবেন। কিন্তু সম্প্রতি এক টুইটার (এক্স) ব্যবহারকারী বিমানের এমন কিছু ছবি দিয়েছেন, যাতে রীতিমত চক্ষু চড়কগাছ নেটিজেনদের!
'FLEA' নামক সেই এক্স ব্যবহারকারীর দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানের একটি তিন আসনের সারিতে একে-অপরকে জড়িয়ে শুয়ে রয়েছেন দুই তরুণ-তরুণী। মাঝের হ্যান্ডরেস্ট তুলে রীতিমত একে অপরের পা জড়িয়ে বিশ্রাম নিচ্ছেন যুগল। হাতের মুদ্রায় প্রেমের হৃদয়-চিহ্নও দেখাচ্ছেন। ছবি তুলে ঐ এক্স-ব্যবহারকারী লিখেছেন, 'চার ঘন্টা ধরে ওরা এইভাবেই এল, আমি এখনও বিশ্বাস করতে পারছি না!'
Can't believe my view on the plane
— FLEA ???????? (@babyibeenajoint) April 5, 2024
It was like this the whole 4 hour flight. ???????? pic.twitter.com/ruz39rLzDm
ঠিক কোন বিমান বা কবেকার ঘটনা, কিছুই খোলসা নেই পোস্টে। তবে এই নিয়ে নেটদুনিয়া বেশ সরগরম। বিমান ফাঁকা থাকলেও এমন ঘটনা সচরাচর দেখা যায় না। নেটনাগরিকরা কেউ লিখেছেন, 'এর জন্য কি অতিরিক্ত টাকা লেগেছে?' কেউ লিখেছেন, 'আরে হোটেল অবধি তো অপেক্ষা করতে হয়!' কেউ আবার এতে দোষের কিছু দেখছেন না। 'ওরা অন্যকে বিরক্ত না করলে তো আপত্তির কিছু দেখছি না।' বাস্তবিকই, অন্যেরা কেউ বিরক্ত হয়েছেন বলে ওই ব্যবহারকারী বলেননি। উলটে তাঁর ছবিতেই দেখা যাচ্ছে, পিছনের সারিতে অঘোরে ঘুমোচ্ছেন এক সহযাত্রী।