শেষ আপডেট: 16th January 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: চিনের সমালোচনা করে ভিডিও পোস্ট করেছিলেন। তা ভাইরাল হতেই চরম সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানের এক চিকিৎসক, ইউটিউবার। জানা গেছে, সম্প্রতি তিনি চিনে গেছিলেন। সেখানে গিয়ে খারাপ অভিজ্ঞতার কথা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ফানি নামে ওই পাকিস্তানি যুবক।
ভাইরাল ভিডিওতে চিন ঘুরে তাঁর কেমন অভিজ্ঞতা হয়েছে, সে কথাই শেয়ার করেন ফানি। তাঁর স্পষ্ট অভিযোগ, চিনের মতো এত ‘খারাপ গন্ধ’ বিশ্বের আর কোনও দেশে নেই। চিকিৎসকের দাবি, গন্ধের চোটে তাঁর রীতিমতো বমি হওয়ার জোগাড়। দুবাই থেকে চিনের উদ্দেশে যখন থেকেই তিনি যাত্রা শুরু করেছেন তারপর থেকেই অসহ্য গন্ধে মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছে তাঁর।
ফানি আরও জানান, বেশ কিছুটা সময় চিনে কাটানোর পর ধীরে ধীরে খারাপ গন্ধের সঙ্গে নিজে অভ্যস্ত হন। অনান্য ইউরোপীয় দেশগুলিতে ভ্রমণ করলেও চিনের মতো খারাপ পরিস্থিতি এর আগে কখনও মোকাবিলা করতে হয়নি বলে জানান পাক যুবক।
View this post on Instagram
ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ফানির মন্তব্য নিয়ে রীতিমতো কাটাছেঁড়া শুরউ হয়ে যায়। একজন ফানির মন্তব্যকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা করেছেন। আরেকজন লিখেছেন, ‘আমি বেশ কয়েক বছর ধরে চিনে বসবাস করছি। কিন্তু এতদিনে চিনের কোথাও কোনও খারাপ গন্ধ পাইনি। দেশটি অত্যন্ত পরিষ্কার।’
অপর একজন লেখেন, ‘চিন খুবই পরিষ্কার ও স্বাস্থ্যকর একটা দেশ। সেখানকার মানুষজনও অত্যন্ত পরিষ্কার। আমি একাধিকবার সেখানে গেলেও এত পরিষ্কার শহর কোথাও দেখিনি।’ কেউ আবার লেখেন, ‘ভাই কোনও দেশকে খারাপ বলবেন না। আপনি যে দেশে বসবাস করেন এবং যে দেশ আপনাকে ঘোরার সমস্তরকম সুযোগসুবিধা দিয়েছে তাকে দয়া করে সম্মান জানান।’
ফানির মন্তব্যের পরই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তানি চিকিৎসক, ইউটিউবার ফানির ফলোয়ারের সংখ্যা নিতান্তই কম নয়। ইউটিউবে ২৩ হাজারের বেশি এবং ইনস্টাগ্রামেও তাঁর প্রচুর অনুরাগী রয়েছেন। কিন্তু চিনকে নিয়ে বিতর্কিত ভিডিও পোস্ট করতেই ফানির সমালোচনায় সরব নেট দুনিয়া।