শেষ আপডেট: 17th March 2025 16:22
দ্য ওয়াল ব্যুরো: রমজান মাসের শেষেই অর্থাৎ ইদের পর পাকিস্তান সেনাবাহিনী বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার উপর পূর্ণশক্তিতে ঝাঁপিয়ে পড়বে। পাকিস্তানের লক্ষ্য এই এলাকাগুলি থেকে পাশতুন ও বালুচ সম্প্রদায়ের মানুষদের পুরোপুরি মুছে দেওয়া। বালুচদের উপর এই গণনিধনের ছকের কথা ফাঁস করে দিয়েছেন প্রাক্তন এক পাক সেনা কর্মী ফাতান ফৌজি।
ফাতান ফৌজি আরও বলেছেন, মসজিদ বিস্ফোরণ ও ধর্মীয় নেতাদের খুনের নেপথ্য চক্রান্তকারী পাকিস্তানি সেনা ও সরকার। তাঁর এই দাবির পরপরেই ওই সেনা কর্মীর রহস্যজনক মৃত্যু হয়। কিন্তু, তাঁর ভিডিও বার্তাটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে পাক বাহিনীতে কাজ করা ফাতান ফৌজি অবসরের পর ভিডিও বার্তায় জানিয়েছেন কীভাবে অফিসারদের নির্দেশে অমানুষিক নির্যাতন চালিয়ে যেতে হয়েছে তাঁকে। তিনি স্বীকার করেছেন, অফিসারদের নির্দেশে তিনি ১২ জন নিরীহ মানুষকে গুলি করে খুন করেছিলেন।
তাঁর স্বীকারনামায় তিনি বলেন, ইদের পরেই পাশতুন ও বালুচ সম্প্রদায়কে পৃথিবী থেকে চিরতরে মুছে দিতে গণহত্যায় নামবে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী। নির্বিচারে হত্যা করা হবে শিশু-মহিলাদেরও। তাঁর কথায়, এই পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। বিদ্রোহী বা সরকার বিরোধী যোদ্ধা নয়, জাতিগত গণখুন করা হবে। ফাতান ফৌজিকেও এই কাজে সঙ্গে রাখা হয়েছিল। কিন্তু মানবিকতার ডাকে তিনি উর্দি ছেড়ে অবসর নিয়ে নিয়েছেন।
ফাতান ফৌজির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরেই তাঁকে অজ্ঞাতপরিচয় কয়েকজন খুন করে। সন্দেহ করা হচ্ছে যে, পাকিস্তানি চর সংস্থা আইএসআই এই হত্যার নায়ক। আশ্চর্যজনকভাবে এখনও কোনও আন্তর্জাতিক প্রতিবাদ কিংবা কোনও মানবাধিকার রক্ষা কমিটি তাঁর খুন নিয়ে আওয়াজ তোলেনি।
তবে বালুচ যোদ্ধাদের দমন করতে এখনই ‘বড় মাপের সেনা অভিযানে’র পথে হাঁটবে না পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। সোমবার পাক প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ কথা জানিয়েছেন রাজনৈতিক ও জনসংযোগ বিষয়ক মুখ্য উপদেষ্টা রানা সানাউল্লা। বিশেষজ্ঞদের মতে, রমজান মাস চলায় পাক বাহিনী সহ বিশ্বের প্রায় সব ইসলামি দেশগুলিই যুদ্ধবিরতি, হিংসা-প্রতিহিংসার পথ এড়িয়ে চলে। সে কারণে মনে করা হচ্ছে, রমজানের শেষে বালুচিস্তানকে নিকেশ করতে লাফিয়ে পড়তে পারে পাকিস্তান।