শেষ আপডেট: 12th March 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের পার্বত্য-তরাই অঞ্চলের একটি রেল সুড়ঙ্গের ভিতর আটক জাফফর এক্সপ্রেসের যাত্রীদের বন্দি করে রেখেছে বালুচ লিবারেশন আর্মির জঙ্গিরা। যে কারণে পাকিস্তানি সেনা অভিযানে নামলেও অপহৃতদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে। বিশেষত বালুচ জঙ্গিদের আত্মঘাতী বাহিনী ট্রেনটিকে ঘিরে রাখায় সেনাবাহিনী ধারেকাছে ঘেঁষতে ভয় পাচ্ছে। কারণ, কোনও বিপত্তি ঘটলে শতাধিক সাধারণ মানুষ বেঘোরে মারা পড়তে পারেন।
পাকিস্তানের এক স্থানীয় সাংবাদিকের খবর অনুযায়ী জঙ্গিরা বুকে-পেটে বিস্ফোরক বাঁধা সতীর্থদের যাত্রীদের মধ্যে ঢুকিয়ে রেখেছে। ফলে দূর থেকে গুলি চালালেও অসংখ্য যাত্রীর মৃত্যু ঘটবে। জঙ্গিদের গায়ে রয়েছে আত্মঘাতী জ্যাকেট। বালুচ জঙ্গিরা দাবি জানিয়েছে, পাকিস্তান সরকারের হাতে বন্দি স্বাধীনতাকামী সদস্যদের বিনা শর্তে মুক্তি দিতে হবে। তা না হলে পণবন্দিদের গণহত্যা করবে তারা। প্রায় শ দেড়েক মানুষকে তাদের হাত থেকে উদ্ধার করা গেলেও কিছু লোককে নিয়ে পার্বত্য এলাকায় ঘাপটি দিয়েছে জঙ্গিদল।
বিএলএ পাকিস্তান সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে প্রতি ঘণ্টায় ১০ জন করে পণবন্দিকে হত্যার হুমকি দিয়েছে। যাত্রীদের উদ্ধারে ড্রোন হামলা বা গোলা ছুড়লেও এক এক করে কোতল করা শুরু করবে বলে হুমকি বার্তায় জানানো হয়েছে। তবে বালুচ লিবারেশন আর্মির ঠিক কতজন এই ট্রেন ছিনতাইয়ের ঘটনায় জড়িত তা এখনও স্পষ্ট জানা যায়নি। যদিও বালুচিস্তানের যে কটি সংগঠন পৃথক রাষ্ট্র ও স্বাধিকার রক্ষার লড়াই চালাচ্ছে, তাদের মধ্যে এই সংগঠনটিই সব থেকে বড়।