দিল্লির পাক হাই কমিশনের কর্তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কার্যত একই পথে হেঁটে এবার ইসলামাবাদও ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 May 2025 04:26
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির পাক হাই কমিশনের (Pak High Commission) কর্তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার (Indian Government)। কার্যত একই পথে হেঁটে এবার ইসলামাবাদও ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ভারতের মতো তাঁকেও ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে পাক সরকার এবং ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান (Pakistan) ছাড়ার নির্দেশ দিয়েছে। ভারতের সিদ্ধান্তে যে তারা ক্ষুব্ধ তা এই পদক্ষেপেই স্পষ্ট করে দিয়েছে ইসলামাবাদ।
মঙ্গলবার নয়াদিল্লি পাক হাই কমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ ব্যক্তি বলে ঘোষণা করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে দেশ ছাড়তে বলা হয়। দেখা গেল এই সময়সীমার মধ্যে পাকিস্তানও ভারতীয় আধিকারিকের বিরুদ্ধে একই পদক্ষেপ গ্রহণ করল। পাক বিদেশ মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে, ভারতীয় ওই কর্তা সরকারি মর্যাদার বিপক্ষে গিয়ে কাজ করছিলেন। এতে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। তাই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাক কূটনীতিককে বহিষ্কার করার বিষয় নিয়ে ভারত সরকারও স্পষ্টত মুখ খোলেনি। তবে সূত্রের খবর, সম্প্রতি পাঞ্জাব পুলিশ দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করেছিল। সেই ইস্যুতেই দিল্লির পাক দূতাবাসের ওই আধিকারিকের নাম আসে। তার প্রেক্ষিতেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। যদিও পাকিস্তান কোন সঙ্গত কারণে ভারতীয় আধিকারিককে 'অবাঞ্ছিত' বলল, তা পরিষ্কার করে বলা হয়নি। নয়াদিল্লি মনে করছে, এটা প্রতিহিংসামূলক পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়।
সাম্প্রতিক পহেলগাম জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যুর পর পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে পালটা হামলা চালায় ভারত। এতে ব্যাপক ক্ষতি হয় পাকিস্তানের জঙ্গি পরিকাঠামোর। এরপর থেকেই দুই রাষ্ট্রের সম্পর্ক আরও তলানিতে চলে গেছে। পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের গ্রাফও নিম্নগামী। তার মধ্যে দুই দেশের দূতাবাসের আধিকারিককে নিয়ে এমন পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করল।