Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা
India - Pakistan

আদমপুরে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের দাবি ডাহা মিথ্যে, আবার মুখ পুড়ল পাকিস্তানের

গত মাসের চার দিনের সামরিক সংঘর্ষে ভারতের আদমপুর এয়ারবেসে হামলা চালানো হয়েছে, দাবি করা হয়েছে পাকিস্তানি রিপোর্টে।

আদমপুরে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের দাবি ডাহা মিথ্যে, আবার মুখ পুড়ল পাকিস্তানের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 June 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: ফের মুখ পুড়ল পাকিস্তানের (Pakistan)। কারণ এক জিও-ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ তাদের ভুয়ো দাবি ভেঙে দেন। গত মাসের চার দিনের সামরিক সংঘর্ষে ভারতের আদমপুর এয়ারবেসে (Punjab Airbase) হামলা চালানো হয়েছে, দাবি করা হয়েছে পাকিস্তানি রিপোর্টে। আর তাতেই মুখ পুড়েছে। জিও ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ সেই দাবি খণ্ডন করে বুঝিয়ে দিয়েছেন পুরোটাই ডাহা মিথ্যে।

ড্যামিয়েন সাইমন নামে ওই বিশেষজ্ঞ জানিয়েছেন, পাক রিপোর্টে বলা হয়েছে যে পাকিস্তান পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে হামলা চালিয়ে একটি সুখোই Su-30 MKI বিমান গুঁড়িয়ে দিয়েছে। যার পরপরই চলতি বছরের মার্চ মাসের একটি স্যাটেলাইট ছবি শেয়ার করে সাইমন বলেন, দেখা যাচ্ছে একটি MiG-29 বিমানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং ইঞ্জিন টেস্ট প্যাডের পাশে যে ধোঁয়া বা দাগ দেখা যাচ্ছে, তা একেবারেই স্বাভাবিক।

কাশ্মীরের বৈসরন উপত্যকার পহেলগামে পাক (Pahalgam Attack) মদতপুষ্ট জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করেছে ভারত (India)। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান। এর পর থেকেই একেরপর এক মিথ্যে প্রচার করে যাচ্ছে তারা। চেষ্টা চালিয়ে যাচ্ছে, কীভাবে কথার ছলে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। কিন্তু একেরপর এক ভিত্তিহীন দাবির পরপরই পাল্টা যুক্তিতে মুখে চুনকালি পড়েছে পাকিস্তানের।

এর আগে অপারেশন  বুনইয়ান অভিযানের সাফল্যের প্রমাণ হিসাবে নিজেদেরই খোরাক বানায় পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের হাতে চিনের একটি ছবি তুলে দেন পাক সেনাপ্রধান আসিম মুনির। যার পর ঢি ঢি পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তার কারণ ছবিটি ছিল ২০১৯ সালে তোলা চিনা মাল্টিপল রকেট লঞ্চার PHL-03-এর ছবি। ফটোগ্রাফার ছিলেন হুয়াং হাই।


ভিডিও স্টোরি