শেষ আপডেট: 2nd February 2025 11:01
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে রাতভর গুলির লড়াইয়ে ২৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে। শহিদ হয়েছেন ১৮ জন সেনাও। পাক সেনাপ্রধান জোনারেল সৈয়দ আসিম মুনিরের সফরের মধ্যেই বালুচিস্তানে সেনার সঙ্গে জঙ্গিদের এই গুলির লড়াই হয়েছে বলে খবর।
এর আগে গত জানুয়ারিতে লক্কী মরওয়াত, করক এবং খাইবার জেলায় সেনার অভিযানে ৩০ জঙ্গির মৃত্যু হয়েছিল বলে পাক সেনার তরফে দাবি করা হয়েছিল।
ইতিমধ্যে পাক সেনার উপর হামলার দায় স্বীকার করে নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। আরও হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়ে বিএলএ মুখপাত্র আজাদ বালোচ দাবি করেছেন, এই হামলা তাঁদের অন্যতম সাফল্য। আগামীদিনে সেনাচৌকিগুলিতেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা হিসেবে পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানিয়েছেন, বালুচিস্তানে জঙ্গি নিধনে সেনা অভিযান চলবে। একই কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।
প্রসঙ্গত, গত এক মাস ধরে খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান উত্তপ্ত। জঙ্গিদমনে টানা অভিযান চালাচ্ছে পাক সেনা। শনিবার সকালে সেনার কাছে খবর আসে, আফগানিস্তানের সীমান্তলাগোয়া বালুচিস্তানের কালাটে মূল রাস্তা বন্ধ করে দিয়েছে জঙ্গিরা। এরপরই অভিযানে নামে সেনা। রাকভর চলে গুলির লড়াই। তাতেই দু'পক্ষের একাধিক জনের মৃত্যু হয়।