ভারতীয় সময় বুধবার গভীর রাতে ওয়াশিংটনে দু দেশের প্রতিনিধিরা ব্যস্ত থাকবেন সদ্য ঘটে যাওয়া সামরিক সংঘাতের প্রেক্ষাপট বর্ণনা করতে।
শশী তারুর এবং বিলাওয়াল ভুট্টো
শেষ আপডেট: 4 June 2025 04:40
দ্য ওয়াল ব্যুরো: এ যেন ভারত-পাকিস্তানের (India vs Pakistan) রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচের প্রাক মুহূর্ত। দুই দেশই ম্যাচ জিততে মরিয়া। ক্রিকেট ম্যাচের উত্তেজনায় আক্রান্ত দু দেশের খেলোয়াড়েরা। এই খেলোয়ারেরা অবশ্য দু-দেশের জনপ্রতিনিধি, প্রাক্তন ও বর্তমান আমলা, কূটনীতিক। ক্রিকেট ম্যাচ জেতার মতোই দেশের সম্মান রক্ষার চ্যালেঞ্জ তাঁদের মাথার উপর।
ভারতীয় দলের ক্যাপ্টেন শশী তারুর (Shashi Tharoor), পাকিস্তানের বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto)। দু’জনেই বুধবার ওয়াশিংটনে (Washinton) মার্কিন প্রশাসন এবং সে দেশের কূটনীতিক, সিভিল সোসাইটি এবং সংবাদমাধ্যমের সামনে তাঁদের প্রতিনিধিদের নিয়ে হাজির হবেন। চেষ্টা চালাবেন নিজেদের বক্তব্য বিশ্বাসযোগ্য করে তুলে মার্কিন মন জয় করতে। ভারতীয় সময় বুধবার গভীর রাতে ওয়াশিংটনে দু দেশের প্রতিনিধিরা ব্যস্ত থাকবেন সদ্য ঘটে যাওয়া সামরিক সংঘাতের প্রেক্ষাপট বর্ণনা করতে। ঘটনাচক্রে শশী ও বিলাওয়াল, দু’জনের বাগ্মীক, তার্কিক এবং বিদেশ বিষয়ে অভিজ্ঞ। দুই দেশের দুই অধিনায়কও তাই বুধবারের অভিযানকে বাড়তি মাত্রা দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পহেলগামের হতাকাণ্ড, অপারেশন সিঁদুর-এর সাহায্যে পাকিস্তানকে জবাব এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার অবস্থান তুলে ধরতে বিদেশ সফররত ভারতীয় প্রতিনিধি দলের শশীর টিম মঙ্গলবার আমেরিকায় পৌঁছেছে। কংগ্রেস সাংসদ তথা দেশের প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী শশী তারুরের রাষ্ট্রসংঘে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাও আছে তাঁর।
অন্যদিকে, একই উদ্দেশে যাওয়া পাকিস্তানের প্রতিনিধিদলটিও মঙ্গলবার আমেরিকায় পৌঁছেছে। সেই দলের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের সাবেক বিদেশ মন্ত্রী। পাকিস্তান দলে আছেন আরও দুই প্রাক্তন বিদেশ মন্ত্রী হিনা রব্বানী খার এবং খুররম দস্তগীর। আছেন দেশটির সাবেক তিন বিদেশ সচিব।
ভারতের অপারেশন সিঁদুর-এর জবাবে পাকিস্তান তাদের সামরিক সক্রিয়তার নাম দেয় ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’। কথাটি কোরানের একটি আয়াত। অর্থ হল, নির্ভেদ প্রাচীর। পাকিস্তান বারে বারে দাবি করেছে হিন্দুস্থান কিছুতেই তাদের আকাশ প্রতিরোধ ব্যবস্থা ভাঙতে পারেনি। যদিও দুই দেশই সীমিত হামলার সাহায্যে একে অপরের ক্ষয়ক্ষতি দাবি করেছে।
সেই সংঘাত তাঁর প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বস্তুই দু দেশই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে তিনিই প্রথম বিশ্ববাসীকে জানান। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরক্ষণেই দিল্লি ও ইসলামাবাদও সংঘর্ষ বিরতি ঘোষণা করে। যদিও কোনও দেশই সরকারিভাবে মার্কিন দাবি স্বীকার করেনি। ভারতের দাবি, পাক সেনার আর্জি মেনে হামলা বন্ধ রাখা হয়। এটা সাময়িক বন্ধ রাখা হয়েছে।
বুধবার ভারতীয় ও পাকিস্তানি প্রতিনিধি দল দফায় দফায় বৈঠক করবে মার্কিন কর্তা, কূটনীতিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে। ভারতের বক্তব্য পেশ করার আগে শশী তারুর দাবি করেছেন বিশ্ববাসীর সামনে নিজেদের কথা তুলে ধরতে পাকিস্তানের তুলনায় ভারত অনেক এগিয়ে। পাকিস্তান শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও বেলজিয়ামে প্রতিনিধি দল পাঠিয়েছে। সেখানে ভারতের প্রতিনিধিরা ৩৩টি দেশে গিয়েছেন। তবে দুই দেশের প্রতিনিধিদলের একই দিনে ওয়াশিংটনে উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেননি ভারতীয় দলের প্রধান শশী। তাঁর কথায়, ওয়াশিংটন এমন একটি শহর যেখানে গোটা বিশ্ব নিয়ে আলোচনা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ বিষয়ের অভাব নেই। ফলে সংবাদমাধ্যমে সফর কতটা গুরুত্ব পাবে তা নিয়ে আমরা ভাবছি না।
অন্যদিকে, মঙ্গলবার নিউইয়র্কে পৌঁছে বিলাওয়াল রাষ্ট্রসংঘে ভাষণ দেন। সেখানে তিনি বিশ্ববাসীর কাছে আর্জি জানান, পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ভারতের উপর চাপ তৈরি করতে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেসের সঙ্গেও বৈঠক করেন বিলাওয়াল।