শেষ আপডেট: 12th October 2023 07:54
দ্য ওয়াল ব্যুরো: গত প্রায় পাঁচদিন ধরেই যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল। গাজায় হামাস গোষ্ঠীর লাগাতার রকেট আক্রমণের মধ্যে দিয়ে যে যুদ্ধের শুরু, তা ক্রমশ ভয়াল রূপ ধারণ করছে। এই পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়া বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে দেশে ফিরতে সাহায্য করেছে কেন্দ্র। আর এবার সেদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ‘অপারেশন অজয়’ শুরু করল ভারত। বৃহস্পতিবার থেকে এই মিশন শুরু হল। বুধবার এক্স হ্যান্ডলে একথা ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বুধবার রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “যে সকল ভারতীয় এই যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েল থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাঁদের জন্য ভারত সরকারের উদ্যোগে অপারেশন অজয় চালু করা হচ্ছে। বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে। ভিনদেশে আটকে পড়া আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখভালের জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।” ভারত সরকার আগেই জানিয়েছিল যে, ইজরায়েলে প্রায় ১৮,০০০ ভারতীয় থাকেন। তাঁরা এইসময় যেভাবেই হোক, দেশে ফিরতে চেয়েছিলেন।
Launching #OperationAjay to facilitate the return from Israel of our citizens who wish to return.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 11, 2023
Special charter flights and other arrangements being put in place.
Fully committed to the safety and well-being of our nationals abroad.
এবার সেই আবেদনে সাড়া দিয়েই শুরু হল ‘অপারেশন অজয়’। এরপর বুধবার রাতেই ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, গত কয়েকদিনের যুদ্ধ পরিস্থিতির জেরে অনেক নাগরিকই দেশে ফিরতে চেয়ে দূতাবাসে আবেদন করেছেন। ইতিমধ্যে সেখানে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চালু হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সকালই ইজরায়েলের উদ্দেশে রওনা দেবে ভারতের একটি বিশেষ বিমান। ফিরিয়ে আনা হবে দেশে। তারপর ধাপে ধাপে সকলকেই ভারতে ফেরানো হবে।