ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনিকে এখনই ‘নিকেশ’ না করার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পের
শেষ আপডেট: 17 June 2025 18:04
দ্য ওয়াল ব্যুরো: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনিকে এখনই ‘নিকেশ’ না করার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে হুঁশিয়ারি দিয়েছেন, "আমরা জানি সে কোথায় লুকিয়ে রয়েছে, চাইলে এখনই আঘাত হানতে পারি, কিন্তু আপাতত সেটা করছিনা"—এমনটাই লিখেছেন তিনি ট্রুথ সোশালে একাধিক উস্কানিমূলক পোস্টে (Iran)।
ট্রাম্পের দাবি, শুধুমাত্র আমেরিকার নাগরিক ও সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা আটকাতেই ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করছে না যুক্তরাষ্ট্র। পাশাপাশি তিনি দাবি করেছেন ইরানের পক্ষ থেকে 'নিঃশর্ত আত্মসমর্পণ'। একটি পোস্টে ট্রাম্প লেখেন, "UNCONDITIONAL SURRENDER!"—সবটা বড় হাতের অক্ষরে।
এই বিস্ফোরক মন্তব্যগুলি সামনে এসেছে এমন সময়ে, যখন ট্রাম্প ৯.৫ মিলিয়ন ইরানি বাসিন্দাকে দেশ ছাড়ার আহ্বান জানিয়ে জি৭ সম্মেলন মাঝপথে ছেড়ে ফিরে এসেছেন। ট্রাম্প বলেন, “আমরা জানি, তথাকথিত ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে রয়েছেন। ওকে খুঁজে বের করা কঠিন কিছু নয়। কিন্তু আপাতত ও নিরাপদেই আছে। আমরা ওকে এখনও মারছি না, অন্তত এখনই না।”
তিনি আরও বলেন, “আমরা চাই না, সাধারণ নাগরিক বা আমাদের সেনাদের দিকে মিসাইল ছোড়া হোক। ধৈর্য হারাচ্ছি আমরা।” পাঁচদিন ধরে ইরানের বিরুদ্ধে একটানা হামলা চালাচ্ছে ইজরায়েল। ট্রাম্প জানিয়েছেন, এই আক্রমণে ইরানের বহু ক্ষতি হয়েছে। আমেরিকার সাহায্যে ইজরায়েল চাইলেই স্থায়ীভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে ধ্বংস করতে পারে।
মঙ্গলবার সকালে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, “আমি কোথাও বলিনি, আমি যুদ্ধবিরতি চাইছি। আমরা যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু চাইছি।” তিনি বলেন, “ওরা চুক্তি করল না। আমি বলেছিলাম, ‘চুক্তিটা করে ফেলো’। এখন আমি বেশি আলোচনার মুডে নেই।” তবে কূটনৈতিক বিকল্প এখনও বন্ধ হয়ে যায়নি বলে জানান তিনি। ইঙ্গিত দিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফকে ইরানে আলোচনার জন্য পাঠানো হতে পারে।
ইরানের দাবি, তারা পরমাণু বোমা তৈরি করছে না। মার্চ মাসে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের ডিরেক্টর তুলসি গ্যাবার্ড কংগ্রেসে জানিয়েছেন, ইরান ২০০৩ সালেই তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দিয়েছে, এবং তা এখনও পুনরায় চালু হয়নি। তবে ট্রাম্প এই বক্তব্য উড়িয়ে দিয়ে বলেছেন, “আমি জানি না ও কী বলেছে, তাতে আমার কিছু যায় আসে না। আমার মনে হয় ওরা (ইরান) অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছিল।”