শেষ আপডেট: 7th October 2024 18:06
দ্য ওয়াল ব্যুরো: শুরু হল ২০২৪-এর নোবেল পুরস্কারের ঘোষণা। অনুষ্ঠানে সবার প্রথমেই ঘোষিত হয়েছে চিকিৎসায় নোবেলপ্রাপকদের নাম। আর প্রথমেই ঘোষণা করা হল চিকিৎসাশাস্ত্রে নোবেল জয়ীদের নাম। মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুনকে এবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স-এর তরফ থেকে ঘোষণা করা হল, মাইক্রো আরএনএর উদ্ভাবন এবং জিন নিয়ন্ত্রণে গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্যে চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল দেওয়া হয়েছে মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুনকে।
এদিন ইনস্টিটিউটের তরফে জানানো হয়, এই দুই মার্কিন বিজ্ঞানী জিন নিয়ন্ত্রণের একটি সম্পূর্ণ নতুন নীতির খোঁজ দিয়েছে। পোলিশ বংশোদ্ভূত জীব রসায়নবিদ ভিক্টর আমেরিকার নাগরিক। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির সঙ্গে যুক্ত ছিলেন।
জিন বিশেষজ্ঞ গ্যারি ম্যাসাচুসেটস হাসপাতালের জৈব অনুবিদ্যার গবেষক তথা বোস্টনের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের জিনবিদ্যার অধ্যাপক। কীভাবে বিভিন্ন কোষের প্রকার গঠন করে তা নিয়েও কৌতূহলী ছিলেন এই দুই বিজ্ঞানী। তারপরে দীর্ঘদিন ধরে গবেষণা করে আবিষ্কার করে ফেলেন জিন নিয়ন্ত্রণের একটি নতুন ধারণা।
এটি বর্তমানে মানুষ সহ বহুকোষী জীবের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁদের এই আবিষ্কারের ফলে জানা গিয়েছে, অভিন্ন জেনেটিক উপাদান থাকা সত্ত্বেও, কীভাবে এই বিভিন্ন টিস্যুগুলি বিকাশিত হয়।
২০২৩ সালে চিকিৎসায় নোবেল পেয়েছিলেন ক্যাটালিন কারিকো এবং মার্কিন ইমিউনোলজিস্ট ড্রু ওয়েইসম্যান। তাঁরা নিউক্লিওসাইড বেসের পরিবর্তন কীভাবে হয়, তা আবিষ্কার করেছিলেন।