সংগৃহীত ছবি
শেষ আপডেট: 30th January 2025 20:31
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি চপারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সংঘর্ষ হয়। মাঝ আকাশে ধাক্কা লাগে। বিমানটি ভেঙে পড়ে পটোম্যাক নদীতে। দুর্ঘটনার সময় বিমানে ৬৪ জন ছিল বলে দাবি করা হয়। বৃহস্পতিবার প্রাথমিক পর্যায়ে ১৮ জনকে উদ্ধার করা হয় নদী থেকে। সন্ধে হতেই জানা যায়, বিমানের একজনও বেঁচে নেই। সকলের মৃত্যু হয়েছে। এপর্যন্ত ২৮টি দেহ নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাটি হয়। হেলিকপ্টারটির সঙ্গে সংঘর্ষে আকাশেই আগুন লেগে যায় বিমানে। ঘটনা খতিয়ে দেখে ওয়াশিংটন ফায়ারের প্রধান জন ডোনেলি জানান, এই পরিস্থিতিতে কারও পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তাই প্রথমে উদ্ধারকাজে নামা হয়েছিল পরে সেটা দেহ উদ্ধারে পরিণত হয়।
ডোনেলির কথায়, বিপর্যয় মোকাবিলায় ৩০০ জন ফার্স্ট রেসপন্ডারকে নিয়োগ করা হয়েছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তাঁরা কাজ করে চলেছেন। তীব্র হাওয়া, কনকনে ঠান্ডা জল হওয়া বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।
এদিকে প্রেসিডেন্ট দাবি করেছেন, আকাশ পরিষ্কার ছিল ফলে দেখতে না পাওয়ার বিষয়টি এখানে গ্রাহ্য করা হয়নি। কী কারণে ঠিক এই দুর্ঘটনা, সেই নিয়ে উঠছে প্রশ্ন। এপর্যন্ত বিমান সংস্থার তরফে কিছু জানানো হয়নি।